মাত্র ১ বছরে পরপর ১৪টি হিট, অমিতাভ বচ্চনের থেকেও নিতেন বেশি পারিশ্রমিক! বলিউডের এই ফ্লপ হিরোই আজ ১৬৫০ কোটির মালিক
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Actor who got more fees than Amitabh Bachchan: মাত্র তিনটি হিন্দি ছবি করেই হিন্দি ছবির দুনিয়া থেকে দূরত্ব তৈরি করে নিয়েছিলেন। তবে দক্ষিণী ছবির জগতে মেগা সুপারস্টার হয়ে উঠেছিলেন তিনি।
কথায় বলে, সময় বদলায়। ভারতীয় সিনে দুনিয়ার খ্যাতনামা এক তারকার ক্ষেত্রেও এই প্রবাদ সত্য হতে দেখা গিয়েছে। কেরিয়ারের শুরুর দিনগুলিতে তাঁকে প্রচুর সমস্যার মুখে পড়তে হয়েছিল। তবে প্রতিকূল অবস্থাতেও নিজের স্বপ্ন জলাঞ্জলি দেননি। মাত্র তিনটি হিন্দি ছবি করেই হিন্দি ছবির দুনিয়া থেকে দূরত্ব তৈরি করে নিয়েছিলেন। তবে দক্ষিণী ছবির জগতে মেগা সুপারস্টার হয়ে উঠেছিলেন তিনি। এমনকী অমিতাভ বচ্চনকেও জোর টক্কর দিতেন। তবে আজ তিনি সকলের ধরাছোঁয়ার বাইরে।
advertisement
advertisement
অভিনেতা, নৃত্যশিল্পী এবং প্রযোজক হিসেবে দেড়শোরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন দক্ষিণী ছবির দুনিয়ার এই মেগা সুপারস্টার। দুর্ধর্ষ অভিনয়ের জন্য ১০টি ফিল্মফেয়ার পুরস্কার এবং চারটি নন্দী পুরস্কার জিতেছিলেন তিনি। ২০২২ সালে অনুষ্ঠিত ৫৩-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার ২০২২-এর পুরস্কারে সম্মানিত হয়েছেন।
advertisement
ভারতীয় সিনেমায় সত্তরের দশকের শেষ দিক থেকে উত্থান ঘটে চিরঞ্জীবীর। তবে আশি এবং নব্বইয়ের দশকে বড় তারকা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন তিনি। ১৯৯২ সালের পুরনো একটি ম্যাগাজিনের কভার থেকে জানা যায় যে, চিরঞ্জীবীর পারিশ্রমিক বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের তুলনায় বেশি। ২০১৯ সালে এই দুই মহাতারকাকেই একসঙ্গে দেখা গিয়েছে ‘সই রা নরসিমহা রেড্ডি’ ছবিতে।
advertisement
আশির দশকে ভারতীয় চলচ্চিত্রের দুনিয়ার পাওয়ার হাউজ হয়ে ওঠেন চিরঞ্জীবী। একের পর এক ব্লকবাস্টার উপহার দিয়ে গিয়েছেন ভক্তদের। আর নব্বইয়ের দশকে সবথেকে বেশি পারিশ্রমিক নিতেন তিনিই। চিরঞ্জীবীর জীবনে স্বর্ণযুগ ছিল নব্বইয়ের দশকটা। একাধিক বাণিজ্যিক হিট দিয়ে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন। আর ওই দশকেই ভারতের জাতীয় ম্যাগাজিনগুলির কভারেও দেখা যেতে থাকে অভিনেতাকে।
advertisement
ফিল্মফেয়ার, দ্য উইক এবং ইন্ডিয়া টুডে-র মতো এন্টারটেনমেন্ট ম্যাগাজিনে বলা হয়েছে, অমিতাভ বচ্চনের থেকেও বেশি নাম রয়েছে চিরঞ্জীবীর। এমনকী ‘দ্য নিউ মানি মেশিন’-এর তকমাও লাভ করেছিলেন অভিনেতা। সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, নব্বইয়ের দশকে পরপর ১৪টি হিট দিয়ে দক্ষিণী ছবির দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন চিরঞ্জীবী।