প্রভাসকে ভালবেসে আর বিয়েই করলেন না, কোন দুই নায়িকার কথা উঠল নায়কের জন্মদিনে বুঝতে পারছেন?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Prabhas Heroines Love: বাহুবলীকে কে হত্যা করেছিল, সেই প্রশ্নের জবাব তো পাওয়া গিয়েছে বহু বছর হয়ে গেল। এ আর এখন কোনও রহস্য নয়। তবে, প্রভাসকে ঘিরে একটা রহস্যের মীমাংসা এখনও পর্যন্ত হয়নি।
বুধবার ২৩ অক্টোবর শুভ জন্মদিন! দেশের কোণে কোণে ছড়িয়ে পড়েছে খবর। ২৩ অক্টোবর, ২০২৪ তারিখের সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় প্লাবিত হয়েছেন ভারতীয় ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রভাস। এই বছর তিনি পা দিলেন ৪৫ বছরে। কেরিয়ার তাঁর শুরু হয়েছিল দক্ষিণী ছবিতে অভিনয় দিয়েই। তবে, এখন আর প্রভাস শুধুই দক্ষিণী ছবির এক উজ্জ্বল নাম নন। বিশেষ করে বাহুবলী মুক্তি পাওয়ার পর থেকে তাঁর যশ প্রসারিত হয়েছে সারা দেশে।
advertisement
এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশেষ বাক্যালাপও হয়েছে নায়কের এই ছবির সৌজন্যে। বাহুবলীকে কে হত্যা করেছিল, সেই প্রশ্নের জবাব তো পাওয়া গিয়েছে বহু বছর হয়ে গেল। এ আর এখন কোনও রহস্য নয়। তবে, প্রভাসকে ঘিরে একটা রহস্যের মীমাংসা এখনও পর্যন্ত হয়নি। জন্মদিনে সেই প্রশ্নটা আবার নতুন করে উঠে এসেছে। জানতে চাইছেন সবাই- কবে প্রভাস বিয়ে করবেন!
advertisement
৪৫ বছরের যাত্রাপথ শুরু হয়ে গেল, সংসার শুরুর সুযোগ তো এখন মধ্যগগনে। এখনও যদি না করেন, তাহলে কবে বিয়ে করবেন তিনি! আদৌ করবেন কি না, সে জল্পনার মেঘও কিন্তু ঘনিয়েছে। আসলে, প্রভাসের কেরিয়ারে এবং জীবনে বিশেষ করে জড়িয়ে রয়েছে দুই নায়িকার নাম। গুজব এই যে তাঁদের সঙ্গে ভালবাসা পূর্ণতা লাভ করেনি, সেই কারণেই প্রভাস বিয়ে করছেন না। সত্যের খাতিরে এটাও জানিয়ে রাখা উচিত হবে যে সেই দুই নায়িকাও কিন্তু বিয়ে করেননি। যে কারণে গুজব আরও পোক্ত হয়েছে।
advertisement
advertisement
advertisement