Box Office collection : বক্স অফিসে দক্ষিণী ছবির দাপট! বলিউড কোথায়? কার কত টাকার ব্যবসা দেখুন

Last Updated:
Box Office collection :২০২২ এ যে ছবিগুলি বক্স অফিসে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে সেগুলি কী কী দেখে নেওয়া যাক।
1/8
প্রথমেই রয়েছে কেজিএফ চ্যাপ্টার ২। ছবিটি বক্স অফিসে ১২২৮.৩ কোটি টাকার ব্যবসা করেছে।
প্রথমেই রয়েছে কেজিএফ চ্যাপ্টার ২। ছবিটি বক্স অফিসে ১২২৮.৩ কোটি টাকার ব্যবসা করেছে।
advertisement
2/8
এর পরেই রয়েছে এসএস রাজামৌলির ছবি RRR। এই ছবিটিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগণ ও আলিয়া ভাট। ছবিটি বক্স অফিসে মোট ১১৩১.১ কোটি টাকার ব্যবসা করেছে।
এর পরেই রয়েছে এসএস রাজামৌলির ছবি RRR। এই ছবিটিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগণ ও আলিয়া ভাট। ছবিটি বক্স অফিসে মোট ১১৩১.১ কোটি টাকার ব্যবসা করেছে।
advertisement
3/8
কমল হাসান অভিনীত  বিক্রমও রয়েছে এই তালিকায়। বক্স অফিস সংগ্রহ ৪০০.২ কোটি টাকা।
কমল হাসান অভিনীত বিক্রমও রয়েছে এই তালিকায়। বক্স অফিস সংগ্রহ ৪০০.২ কোটি টাকা।
advertisement
4/8
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস বক্স অফিসে বিতর্ক ও আলোড়ন দুটোই তৈরি করেছে। এর বক্স অফিস সংগ্রহ ৩৪৪.২ কোটি টাকা।
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস বক্স অফিসে বিতর্ক ও আলোড়ন দুটোই তৈরি করেছে। এর বক্স অফিস সংগ্রহ ৩৪৪.২ কোটি টাকা।
advertisement
5/8
কার্তিক আরিয়ান ও তাব্বু অভিনীত ভুল ভুলাইয়া ২ বক্স অফিস কাঁপিয়েছে। ২৬৩.৯ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
কার্তিক আরিয়ান ও তাব্বু অভিনীত ভুল ভুলাইয়া ২ বক্স অফিস কাঁপিয়েছে। ২৬৩.৯ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
advertisement
6/8
থালাপতি বিজয় ও পূজা হেগড়ে অভিনীতি বিস্ট-এর সংগ্রহও উল্লেখযোগ্য। এটি ২২৭.৩ কোটি টাকার ব্যবসা করেছে।
থালাপতি বিজয় ও পূজা হেগড়ে অভিনীতি বিস্ট-এর সংগ্রহও উল্লেখযোগ্য। এটি ২২৭.৩ কোটি টাকার ব্যবসা করেছে।
advertisement
7/8
আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি বেশ প্রশংসিত। এই ছবিটি ২০৩.৯ কোটি টাকার ব্যবসা করেছে।
আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি বেশ প্রশংসিত। এই ছবিটি ২০৩.৯ কোটি টাকার ব্যবসা করেছে।
advertisement
8/8
অজিত কুমার, হুমা কুরেশি অভিনীত ভালিমাই-এর বক্স অফিস সংগ্রহ ১৬৩.২ কোটি টাকা।
অজিত কুমার, হুমা কুরেশি অভিনীত ভালিমাই-এর বক্স অফিস সংগ্রহ ১৬৩.২ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement