সি-সেকশন ডেলিভারির পরেও নিজেদের পারফেক্ট বিকিনি বডি ফিরিয়ে এনেছেন এই বলি মায়েরা

Last Updated:
1/7
শরীর নিয়ে বরাবরই সচেতন তারা৷ ফিটনেস বজায় রাখতে কোনও কিছু করতে যেমন পিছপা হন না, তেমনই সাহসের সঙ্গেই প্রকাশ্যে আসেন নিজেদের বেবি বাম্প নিয়ে৷ আর তাই সি সেকশন ডেলিভারি হলেও কয়েক দিনের মধ্যেই ফিরিয়ে এনেছেন নিজেদের পারফেক্ট শেপ৷
শরীর নিয়ে বরাবরই সচেতন তারা৷ ফিটনেস বজায় রাখতে কোনও কিছু করতে যেমন পিছপা হন না, তেমনই সাহসের সঙ্গেই প্রকাশ্যে আসেন নিজেদের বেবি বাম্প নিয়ে৷ আর তাই সি সেকশন ডেলিভারি হলেও কয়েক দিনের মধ্যেই ফিরিয়ে এনেছেন নিজেদের পারফেক্ট শেপ৷
advertisement
2/7
ছেলে তৈমুরের জন্ম দিয়েছেন ২০১৬ সালে৷ সি সেকশন ডেলিভারির ২ মাস পর ওয়ার্কআউট শুরু করেন করিনা৷ বদলে ফেলেছিলেন নিজের পুরো রুটিন৷ কিছুদিনের মধ্যেই আগের ফিগার ফিরিয়ে আনেন করিনা৷
ছেলে তৈমুরের জন্ম দিয়েছেন ২০১৬ সালে৷ সি সেকশন ডেলিভারির ২ মাস পর ওয়ার্কআউট শুরু করেন করিনা৷ বদলে ফেলেছিলেন নিজের পুরো রুটিন৷ কিছুদিনের মধ্যেই আগের ফিগার ফিরিয়ে আনেন করিনা৷
advertisement
3/7
প্রেগন্যান্সির সময় থেকেই তাঁর যোগব্যায়ামের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ বৌদি করিনার মতো সি সেকশন ডেলিভারি হয় তাঁরও৷ তিনিও ওয়ার্কআউট শুরু করেন ২ মাসেই৷ সম্প্রতি তাঁর বিকিনিতে ছুটি কাটানোর ছবি ভাইরাল হয় ইনস্টাগ্রামে৷
প্রেগন্যান্সির সময় থেকেই তাঁর যোগব্যায়ামের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ বৌদি করিনার মতো সি সেকশন ডেলিভারি হয় তাঁরও৷ তিনিও ওয়ার্কআউট শুরু করেন ২ মাসেই৷ সম্প্রতি তাঁর বিকিনিতে ছুটি কাটানোর ছবি ভাইরাল হয় ইনস্টাগ্রামে৷
advertisement
4/7
স্পেশাল প্রেগন্যান্সি yoga ভিডিও শুট করেছিলেন লারা দত্ত৷ মা হন সি সেকশন ডেলিভারির মাধ্যমে৷ কিন্তু ফিটনেস সচেতন লারা তার কোনও ছাপই পড়তে দেননি চেহারায়৷ এমনকী, আগের থেকেও পারফেক্ট শেপে ফিরিয়ে এনেছেন নিজেকে৷
স্পেশাল প্রেগন্যান্সি yoga ভিডিও শুট করেছিলেন লারা দত্ত৷ মা হন সি সেকশন ডেলিভারির মাধ্যমে৷ কিন্তু ফিটনেস সচেতন লারা তার কোনও ছাপই পড়তে দেননি চেহারায়৷ এমনকী, আগের থেকেও পারফেক্ট শেপে ফিরিয়ে এনেছেন নিজেকে৷
advertisement
5/7
শিল্পা শেঠি মানেই পাওয়ার ইয়োগা কুইন৷ ফিটনেসকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি৷ সি সেকশন ডেলিভারি হওয়ার ধকলকে যে তিনি পাত্তা দেবেন না তা তো জানাই ছিল৷
শিল্পা শেঠি মানেই পাওয়ার ইয়োগা কুইন৷ ফিটনেসকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি৷ সি সেকশন ডেলিভারি হওয়ার ধকলকে যে তিনি পাত্তা দেবেন না তা তো জানাই ছিল৷
advertisement
6/7
এই তালিকায় অবশ্যই থাকবেন মালাইকা অরোরা৷ মা হওয়া, সি সেকশন ডেলিভারি, বয়স, কিছুই ধারেকাছে ঘেঁষতে পারেনি তার৷
এই তালিকায় অবশ্যই থাকবেন মালাইকা অরোরা৷ মা হওয়া, সি সেকশন ডেলিভারি, বয়স, কিছুই ধারেকাছে ঘেঁষতে পারেনি তার৷
advertisement
7/7
তবে এই বিষয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন মন্দিরা বেদী৷ অবিশ্বাস্য সময়ের মধ্যে নিজেকে মা হওয়ার আগের চেহারায় ফিরিয়ে এনেছিলেন মন্দিরা৷ অন্য মায়েদের সি সেকশন ডেলিভারির পর ফিটনেস পরামর্শ দিয়েছিলেন তিনি৷
তবে এই বিষয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন মন্দিরা বেদী৷ অবিশ্বাস্য সময়ের মধ্যে নিজেকে মা হওয়ার আগের চেহারায় ফিরিয়ে এনেছিলেন মন্দিরা৷ অন্য মায়েদের সি সেকশন ডেলিভারির পর ফিটনেস পরামর্শ দিয়েছিলেন তিনি৷
advertisement
advertisement
advertisement