

বন্ধুদের সঙ্গে আউটিং হোক বা এয়ারপোর্টে সি অফ , তারকাদের চোখে হামেশাই ফ্যাশনেবল সানগ্লাস। পোশাকের সঙ্গে ম্যাচ করে সানগ্লাসেও দেখা যায় রকমফের। কেউ পছন্দ করেন পুরোনো স্টাইলের ফ্রেম, কেউ হাল্কা ওজনের আবার কেউ রঙিন ফ্রেমের সানগ্লাস। (লেখা- সোমোশ্রী দাস)


স্থানকাল বুঝে সেলিব্রিটিদের চশমাতেও আসে ভিন্নতা। শুধু মাত্র সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখকে সুরক্ষিত রাখার জন্য সানগ্লাস পরা হয়, তা একেবারেই নয়। এখন চলো পাল্টাই-এর যুগ। যেমন বলিউড তারকা দীপিকা পাডুকোনের পছন্দ হাল্কা ফ্রেমের সানগ্লাস।(লেখা- সোমোশ্রী দাস)


কিছু দিন আগেই প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রাম হ্যান্ডলে নিজের একটি ছবি শেয়ার করে লেখেন, গরমের শেষ দিন গুলোর উদ্দ্যেশে... সেখানেই তাঁকে দেখা যায় ট্রান্সপারেন্ট সানগ্লাসে। এর আগেও বিভিন্ন ফ্যাশনেবল সানগ্লাসে তাঁকে দেখা গিয়েছে।(লেখা- সোমোশ্রী দাস)


টেলিপর্দার পরিচিত মুখ হিনা খান সম্প্রতি ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন ঘুরে আসার মুহূর্তের কিছু ছবি। সেখানেই তাঁকে দেখা যাচ্ছে প্রিন্টেড শর্ট ড্রেসের সঙ্গে ম্যাচিং করে ব্ল্যাক ও অরেঞ্জ রঙের ফ্রেমের সানগ্লাসে। (লেখা- সোমোশ্রী দাস)


গোলাপি রঙের সুইমিং কস্টিউম পরে জলের উপর আধশোয়া সারা আলি খান। হাতে তাঁর বই। চোখে কালো রঙের হার্ট শেপের চশমা, যেন উষ্ণ মেজাজে তিনিই অনন্যা।(লেখা- সোমোশ্রী দাস)