প্লাস সাইজে মডেল দুনিয়া জয়, বডি শেমিংকে তুড়ি মেরে আজ শো স্টপার বঙ্গতনয়া সোনালি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
সাইজ জিরো না হয়েও তিনি কলকাতার অন্যতম ব্যস্ত মডেল। আর মডেলিংয়ের জন্য যে শরীরের আকার গুরুত্বপূর্ণ নয়, সে কথা নিজের প্রতিভা, মনের শক্তি দিয়ে প্রমাণ করেছেন এক সন্তানের মা।
সত্যই সুন্দর। সে সত্যের আকার বা আকৃতি এখানে বিচার্যবিষয়ই নয়। কেবল সমাজের একাংশের চোখে আকারের গুরুত্ব রয়েছে। আর তার প্রভাবেই মানুষের কাছে সৌন্দর্যের বশেষ সংজ্ঞা তৈরি হয়ে গিয়েছে। পৃথিবীর নানা কোণে সেই সংজ্ঞাকে ভেঙে ফেলার চেষ্টা করেছেন অনেকে। আজ তাঁদেরই অন্যতম সোনালি রায়। তিনি এখন 'প্লাস সাইজ মডেল' হিসেবেই পরিচিত। একদিন নিশ্চয়ই তিনি কেবল 'মডেল' হিসেবেই চিহ্নিত হবেন। তখন আর 'সাইজ' নিয়ে মাথা ঘামাবে না কেউ। অপেক্ষা সে দিনের।
advertisement
advertisement
advertisement
কর্পোরেট দুনিয়ায় চাকরি করেন সোনালি। অফিসও দিল্লিতে। কলকাতার চেয়ে দিল্লিতে অনেক বেশি ফ্যাশন শো-র সুযোগ পান তিনি। কিন্তু তাও বাংলার মাটি ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই তাঁর। যদিও এই কলকাতাতেই একাধিক বার 'বডি শেমিং'-এর শিকার হয়েছেন তিনি। কাজ আসেনি সহজে। দিল্লিতে মডেল হিসেবে সাফল্য অর্জন করার পর এ শহরে তাঁর মূল্য বেড়েছে।
advertisement
advertisement
সোনালি নিউজ18 বাংলাকে জানান, আজ তিনি যে সাফল্য পেয়েছেন, তা নিজের যোগ্যতায়। কোনও দিনও কারও উপর ভরসা করতে হয়নি তাঁকে। বা ঘুরপথে যেতে হয়নি। কিন্তু আত্মীয়সজনের থেকে নানা ধরনের কথা শুনতে হত প্রথম প্রথম। এমনকি নিজের মা তাঁর এই পেশাকে সমর্থন করেননি। তাই রোজ তাঁেক একাধিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত মনোবলে, প্রতিভায় তিনিই শো স্টপার।