হোম » ছবি » বিনোদন » কেউ লাল শাড়িতে, কেউ আবার ছকভাঙা পাশ্চাত্য পোশাকে, টলি তারকাদের পঞ্চমী সাজের ছবি
কেউ লাল শাড়িতে, কেউ আবার ছকভাঙা পাশ্চাত্য পোশাকে, টলি তারকাদের পঞ্চমী সাজের ছবি
Bangla Digital Desk
1/ 8
শুরু হল পুজো। মহা পঞ্চমী। প্রথম দিনেই কলকাতায় উৎসবের সুর, গন্ধ, আমেজ। আর সে সবই আরও ঝলমল করে উঠল তারকাদের সাজে। দেখা নেওয়া যাক কয়েক জন টলি তারকার পঞ্চমী সাজ।
2/ 8
লাল পেড়ে সাদা শাড়িতে পুজো শুরু করলেন সোহিনী সরকার। মাথায় ফুলের তোড়া। সঙ্গে সোনার গয়নাও। ফোটোশ্যুটে তিনি আবার সিঁদুরও পরেছেন সিঁথিতে। রয়েছে শাখা পলাও। ছবি শেয়ার করে সকলকে পঞ্চমীর শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা।
3/ 8
পঞ্চমীতে লালেই ভরসা রেখেছেন শোলাঙ্কি রায়। লাল শাড়ির সঙ্গে সোনালি ব্লাউজ। সোহিনীর মতো তাঁরও মাথায় ফুলের সাজ। পর্দার খড়িও সিঁদুর দিয়ে সেজেছেন।
4/ 8
সাবেকি সাজে বাজিমাত টেলি তারকা দম্পতি রুদ্রজিৎ মুখোপাধ্যায় আর প্রমিতা চক্রবর্তীর। ইনস্টাগ্রামে রিল বানিয়ে ভক্তদেরও পুজোর জন্য রেডি হতে বললেন তাঁরা।
5/ 8
সাদা শাড়িতে বিবৃতি চট্টোপাধ্যায়ের পঞ্চমী কাটল। হালকা সাজে স্নিগ্ধ টলি নায়িকা। ঠিক যেন জলপরি তিনি।
6/ 8
সবুজ আর গোলাপির মেলবন্ধনে অপরূপা দর্শনা বণিক। দু্র্গার জন্য পদ্ম প্রতিষ্ঠা করতে করতে ছবি তুললেন মডেল-অভিনেত্রী।
7/ 8
পুজোর সাজে পুরনো ট্রেন্ড ভেঙে নতুন ভাবে প্রকাশ্যে এলেন গৌরব রায়চৌধুরী। পঞ্চমীর দুপুর কাটল রেস্তরাঁয় নানা রঙের পানীয় আর খাবারে। পরনে ছিল সাদা টুপি, সাদা টিশার্ট আর মেরুন জ্যাকেট।