রোমান্টিক নায়ক থেকে সন্ন্যাসী রাজা, অগ্নীশ্বর থেকে মৌচাক, বাঙালির মননের চির মহানায়ক উত্তম কুমার

Last Updated:
বাংলা ছাড়াও একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন উত্তম কুমার
1/9
দশকের পর দশক ধরে বাঙালির মননে আজও মহানায়ক রয়েছেন উত্তম কুমার ৷ অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে উত্তম কুমার, এ এক সফল যাত্রার অন্যতম রূপ ৷ ছবি সংগৃহীত ৷
দশকের পর দশক ধরে বাঙালির মননে আজও মহানায়ক রয়েছেন উত্তম কুমার ৷ অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে উত্তম কুমার, এ এক সফল যাত্রার অন্যতম রূপ ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/9
সুচিত্রা সেনের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷ সে হারানো সুর হোক বা পথে হলো দেরি, ইন্দ্রাণী, সাড়ে চুয়াত্তর, সপ্তপদী সহ একাধিক মন ছুঁয়ে য়াওয়া ছবি ৷ ছবি সংগৃহীত ৷
সুচিত্রা সেনের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷ সে হারানো সুর হোক বা পথে হলো দেরি, ইন্দ্রাণী, সাড়ে চুয়াত্তর, সপ্তপদী সহ একাধিক মন ছুঁয়ে য়াওয়া ছবি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/9
শুধুই সুচিত্রা সেনই নয় উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অঞ্জনা ভৌমিক, বাসবী নন্দী, তনুজা অভিনয় করে একাধিক সুপাহরটি ছবি উপহার দিয়েছেন মহানায়ক উত্তম কুমার ৷ ছবি সংগৃহীত ৷
শুধুই সুচিত্রা সেনই নয় উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অঞ্জনা ভৌমিক, বাসবী নন্দী, তনুজা অভিনয় করে একাধিক সুপাহরটি ছবি উপহার দিয়েছেন মহানায়ক উত্তম কুমার ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/9
১৯৪৮ সালের নীতিন বসুর নির্দেশনায় দৃষ্টিদান ছবিই প্রথম উত্তম কুমারের মুক্তিপ্রাপ্ত ছবি ৷ ছবি সংগৃহীত ৷
১৯৪৮ সালের নীতিন বসুর নির্দেশনায় দৃষ্টিদান ছবিই প্রথম উত্তম কুমারের মুক্তিপ্রাপ্ত ছবি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/9
প্রথমের দিকের প্রায় ৪ থেকে ৫টি ফল্প করেছিল সেই সময়ে অরুণ চট্টপাধ্যায়, অরুণ কুমার, উত্তম চট্টোপাধ্যায় থেকে পরে উত্তম কুমার এতগুলি নাম আমরা মহানায়কের পেয়েছি ৷ ছবি সংগৃহীত ৷
প্রথমের দিকের প্রায় ৪ থেকে ৫টি ফল্প করেছিল সেই সময়ে অরুণ চট্টপাধ্যায়, অরুণ কুমার, উত্তম চট্টোপাধ্যায় থেকে পরে উত্তম কুমার এতগুলি নাম আমরা মহানায়কের পেয়েছি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/9
শুধুই বাংলা ছায়াছবিই নয় হিন্দি ছবিতেও অভিনয় করেছেন সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার ৷ ১৫টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন ৷ বৈজন্তিমালার সঙ্গে ছোটিসি মুলাকাতে অভিনয় করেছেন তিনি ৷ ছবি সংগৃহীত ৷
শুধুই বাংলা ছায়াছবিই নয় হিন্দি ছবিতেও অভিনয় করেছেন সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার ৷ ১৫টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন ৷ বৈজন্তিমালার সঙ্গে ছোটিসি মুলাকাতে অভিনয় করেছেন তিনি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/9
এছাড়াও অমানুষ, আনন্দ আশ্রম, দূরিয়া ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করেছেন ৷ রাজেন্দ্র কুমার, রাজ কাপুরের সঙ্গে সঙ্গম ছবিতে অবিনয় করেছেন ৷ ছবি সংগৃহীত ৷
এছাড়াও অমানুষ, আনন্দ আশ্রম, দূরিয়া ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করেছেন ৷ রাজেন্দ্র কুমার, রাজ কাপুরের সঙ্গে সঙ্গম ছবিতে অবিনয় করেছেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/9
কখনও রোমান্টিক অভিনেতা তো কখনও সন্ন্যাসী রাজা, কখনও বর্ষীয়ান ডাক্তার রূপে অগ্নীশ্বরের ভূমিকায়, আবার কখনও বাঘবন্দির খেলা, বা স্ত্রী ছবিতে খলনায়কের ভূমিকায় মন কেড়েছেন তিনি ৷ ছবি সংগৃহীত ৷
কখনও রোমান্টিক অভিনেতা তো কখনও সন্ন্যাসী রাজা, কখনও বর্ষীয়ান ডাক্তার রূপে অগ্নীশ্বরের ভূমিকায়, আবার কখনও বাঘবন্দির খেলা, বা স্ত্রী ছবিতে খলনায়কের ভূমিকায় মন কেড়েছেন তিনি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
9/9
তাঁর বেশ কিছু কালজয়ী ছবি হল - মৌচাক, দেয়ানেয়া, অ্যান্টনি ফিরিঙ্গী, চিরদিনের, ছদ্মবেশী, চিড়িয়াখানা, মায়ামৃগ, শিল্পী, তানা থেকে আসছি, ভ্রান্তিবিলাস, বিচারক, মরুতীর্থ হিংলাজ, ঝিন্দেরবন্দি, নায়ক, জতুগৃহ ৷ এই তালিকা কখনই শেষ হবেনা ৷ বাঙালির মননে তিনিই অতি উত্তম ৷ ছবি সংগৃহীত ৷
তাঁর বেশ কিছু কালজয়ী ছবি হল - মৌচাক, দেয়ানেয়া, অ্যান্টনি ফিরিঙ্গী, চিরদিনের, ছদ্মবেশী, চিড়িয়াখানা, মায়ামৃগ, শিল্পী, তানা থেকে আসছি, ভ্রান্তিবিলাস, বিচারক, মরুতীর্থ হিংলাজ, ঝিন্দেরবন্দি, নায়ক, জতুগৃহ ৷ এই তালিকা কখনই শেষ হবেনা ৷ বাঙালির মননে তিনিই অতি উত্তম ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement