অর্জুন শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরছেন, বহু বছর পরেও বারেবারে মন চঞ্চল করে মহাভারতের শেষদিন !

Last Updated:
ভারতীয়দের জীবনের এক সোনালি মুহূর্ত
1/8
মহাভারতের দিনগুলি অত্যন্তই মনে পড়ে যায় ৷ যখনই স্মৃতির সরণি বেড়ে উটে আসে নানান ঘটনা ৷ ভারতীয়দের কাছে রামায়ণ ও মহাভারতের জনপ্রিয়তার কাছাকাছি কিছুই নেই ৷ মহাকাব্য না জানলে জীবন অসম্পূর্ণ বলেই মনে হয় ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
মহাভারতের দিনগুলি অত্যন্তই মনে পড়ে যায় ৷ যখনই স্মৃতির সরণি বেড়ে উটে আসে নানান ঘটনা ৷ ভারতীয়দের কাছে রামায়ণ ও মহাভারতের জনপ্রিয়তার কাছাকাছি কিছুই নেই ৷ মহাকাব্য না জানলে জীবন অসম্পূর্ণ বলেই মনে হয় ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
2/8
তাই রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যের প্রবাব দেশবাসীর মনে বাড়াতেই রামানন্দ সাগর ও বিআর চোপড়া যথাক্রমে রামায়ণ ও মহাভারত ধারাবাহিক আকারে পেশ করেছিলেন সবারই কাছে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
তাই রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যের প্রবাব দেশবাসীর মনে বাড়াতেই রামানন্দ সাগর ও বিআর চোপড়া যথাক্রমে রামায়ণ ও মহাভারত ধারাবাহিক আকারে পেশ করেছিলেন সবারই কাছে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
3/8
মহাভারত মানেই রবিবার সকালে সবাই মিলে টিভির সামনে বসে আনন্দ ৷ রাস্তাঘাট ফাঁকা, সেই মহাভারতের চরিত্রগুলিই ঘুরে ফিরে আসে বারেবারে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
মহাভারত মানেই রবিবার সকালে সবাই মিলে টিভির সামনে বসে আনন্দ ৷ রাস্তাঘাট ফাঁকা, সেই মহাভারতের চরিত্রগুলিই ঘুরে ফিরে আসে বারেবারে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
4/8
শ্রীকৃষ্ণ, অর্জুন, নকুল, সহদেব, ভীম, যুধীষ্ঠীর, দ্রৌপদী ৷ এই চরিত্রগুলি সবার কাছের চরিত্রতে পরিণত হয়েছে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
শ্রীকৃষ্ণ, অর্জুন, নকুল, সহদেব, ভীম, যুধীষ্ঠীর, দ্রৌপদী ৷ এই চরিত্রগুলি সবার কাছের চরিত্রতে পরিণত হয়েছে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
5/8
বছরের পর সেই ধারাবাহিক চলেছে জনপ্রিয়তার দিক থেকে সাফল্যের শীর্ষে ছিল ধারাবাহিক ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
বছরের পর সেই ধারাবাহিক চলেছে জনপ্রিয়তার দিক থেকে সাফল্যের শীর্ষে ছিল ধারাবাহিক ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
6/8
এই ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং-এর দৃশ্যতে দেখতে পাওয়া গিয়েছে শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরেছেন অর্জুন ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
এই ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং-এর দৃশ্যতে দেখতে পাওয়া গিয়েছে শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরেছেন অর্জুন ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
7/8
ধৃতরাষ্ট্র, দূর্যোধন, দ্রৌপদী, কর্ণের চরিত্রে বছরের পর অভিনয় করে একটি পরিবারের মত হয়েছিল ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
ধৃতরাষ্ট্র, দূর্যোধন, দ্রৌপদী, কর্ণের চরিত্রে বছরের পর অভিনয় করে একটি পরিবারের মত হয়েছিল ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
8/8
সেই ধারাবাহিকের শেষদিনের শ্যুটিং-এ সবার মন খারাপ বিষন্ন হয়েছিল একনজরে দেখএ নেওয়া যাক সেই ফেলে আসা দিনগুলির ভিডিও আরও একবার ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
সেই ধারাবাহিকের শেষদিনের শ্যুটিং-এ সবার মন খারাপ বিষন্ন হয়েছিল একনজরে দেখএ নেওয়া যাক সেই ফেলে আসা দিনগুলির ভিডিও আরও একবার ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷
advertisement
advertisement
advertisement