Jigyasa Singh Death Rumors: ‘প্রয়াত নায়িকা’, নিজের মৃত্যুর ভুয়ো খবরে চোখ কপালে জিজ্ঞাসার, লিখলেন, ‘অলৌকিক! আমি বেঁচে আছি’

Last Updated:
Jigyasa Singh Death Rumors: নায়িকা স্পষ্ট জানান যে, তিনি বেঁচে আছেন এবং সবাইকে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করার অনুরোধ করেন। নায়িকার প্রশ্ন, ‘কারা এইসব ছড়াচ্ছেন?’
1/7
মৃত্যুর ভুয়ো খবরে জেরবার। ‘থাপকি প্যায়ার কি’ ধারাবাহিকের নায়িকা নাকি প্রয়াত, এমনই খবরে হঠাৎ তোলপাড় মুম্বই টেলিপাড়া। নিজের মৃত্যুর খবরে চোখ কপালে উঠল জিজ্ঞাসা সিংয়ের।
মৃত্যুর ভুয়ো খবরে জেরবার। ‘থাপকি প্যায়ার কি’ ধারাবাহিকের নায়িকা নাকি প্রয়াত, এমনই খবরে হঠাৎ তোলপাড় মুম্বই টেলিপাড়া। নিজের মৃত্যুর খবরে চোখ কপালে উঠল জিজ্ঞাসা সিংয়ের।
advertisement
2/7
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, তিনি জীবিত এবং সুস্থ। একইসঙ্গে ভুয়ো খবর ছড়ানো নিয়ে বিক্ষুব্ধ নায়িকা। জিজ্ঞাসা ইউটিউব নিউজ ভি়ডিওর স্ক্রিনশট শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যার শিরোনাম ছিল ‘থাপকি পেয়ার কি অভিনেত্রী প্রয়াত।’
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, তিনি জীবিত এবং সুস্থ। একইসঙ্গে ভুয়ো খবর ছড়ানো নিয়ে বিক্ষুব্ধ নায়িকা। জিজ্ঞাসা ইউটিউব নিউজ ভি়ডিওর স্ক্রিনশট শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যার শিরোনাম ছিল ‘থাপকি পেয়ার কি অভিনেত্রী প্রয়াত।’
advertisement
3/7
নায়িকা স্পষ্ট জানান যে, তিনি বেঁচে আছেন এবং সবাইকে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করার অনুরোধ করেন। নায়িকার প্রশ্ন, ‘কারা এইসব ছড়াচ্ছেন?’
নায়িকা স্পষ্ট জানান যে, তিনি বেঁচে আছেন এবং সবাইকে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করার অনুরোধ করেন। নায়িকার প্রশ্ন, ‘কারা এইসব ছড়াচ্ছেন?’
advertisement
4/7
এরপর মস্করা করে নায়িকা লেখেন, ‘বন্ধুরা, আমি বেঁচে আছি! অলৌকিক অলৌকিক! ভুয়ো চ্যানেলগুলিতে এই ভুল খবর ছড়ানো বন্ধ করুন।’
এরপর মস্করা করে নায়িকা লেখেন, ‘বন্ধুরা, আমি বেঁচে আছি! অলৌকিক অলৌকিক! ভুয়ো চ্যানেলগুলিতে এই ভুল খবর ছড়ানো বন্ধ করুন।’
advertisement
5/7
‘থাপকি পেয়ার কি’-তে অভিনয়ের জন্যই জনপ্রিয় হন জিজ্ঞাসা। কিন্তু ২০১৭ সালে ধারাবাহিকটি বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে ধারাবাহিকের দ্বিতীয় সিজন নিয়ে ফিরে আসেন, কিন্তু স্বাস্থ্যের কারণে ছেড়ে দিতে হয়। এরপর তাঁর জায়গায় প্রাচী বনসালকে নিয়ে আসা হয়।
‘থাপকি পেয়ার কি’-তে অভিনয়ের জন্যই জনপ্রিয় হন জিজ্ঞাসা। কিন্তু ২০১৭ সালে ধারাবাহিকটি বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে ধারাবাহিকের দ্বিতীয় সিজন নিয়ে ফিরে আসেন, কিন্তু স্বাস্থ্যের কারণে ছেড়ে দিতে হয়। এরপর তাঁর জায়গায় প্রাচী বনসালকে নিয়ে আসা হয়।
advertisement
6/7
একটি সাক্ষাৎকারে তখন তিনি বলেন, ‘‘আমি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ গত চার-পাঁচ মাস ধরে শরীরে নানাবিধ সমস্যা দেখা দিয়েছে।’’
একটি সাক্ষাৎকারে তখন তিনি বলেন, ‘‘আমি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ গত চার-পাঁচ মাস ধরে শরীরে নানাবিধ সমস্যা দেখা দিয়েছে।’’
advertisement
7/7
‘‘কিছু মেডিক্যাল পরীক্ষার পর জানতে পারি, একটানা শ্যুটিংয়ের কারণে আমার কয়েকটি সমস্যা তৈরি হয়েছে। আমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে।’’
‘‘কিছু মেডিক্যাল পরীক্ষার পর জানতে পারি, একটানা শ্যুটিংয়ের কারণে আমার কয়েকটি সমস্যা তৈরি হয়েছে। আমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে।’’
advertisement
advertisement
advertisement