সিরিয়ালের শাশুড়ি-জামাই, বাস্তবে এখন স্বামী-স্ত্রী! চুটিয়ে প্রেম করে বিয়ে, চেনেন এই দম্পতিকে?

Last Updated:
সিরিয়ালে শাশুড়ি-জামাই চরিত্রে অভিনয় করে বাস্তবে প্রেমে পড়েন এবং বিয়ে করেন। জানেন কারা তাঁরা?
1/7
প্রেমের ক্ষেত্রে বয়স কোনও বাধা নয়। বহু মানুষ তা প্রমাণ করেছেন। এমনকি সিরিয়ালের তারকারাও এই সত্যিটা প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি তাঁরা তাঁদের ২০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন।
প্রেমের ক্ষেত্রে বয়স কোনও বাধা নয়। বহু মানুষ তা প্রমাণ করেছেন। এমনকি সিরিয়ালের তারকারাও এই সত্যিটা প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি তাঁরা তাঁদের ২০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন।
advertisement
2/7
তেলুগু সিরিয়ালের জনপ্রিয় দম্পতি--- তেলুগু সিরিয়ালের জনপ্রিয় দম্পতি ইন্দ্রনীল - মেঘনা। *"চক্রবাগম"* নামে এক বিখ্যাত তেলুগু সিরিয়ালে তাঁরা অভিনয় করেছিলেন। ২০০৩ সালে সম্প্রচারিত এই সিরিয়ালে মেঘনা রামি তাঁর বাস্তব জীবনের স্বামী ইন্দ্রনীলের শাশুড়ির চরিত্রে অভিনয় করেছিলেন!
তেলুগু সিরিয়ালের জনপ্রিয় দম্পতি--- তেলুগু সিরিয়ালের জনপ্রিয় দম্পতি ইন্দ্রনীল - মেঘনা। *"চক্রবাগম"* নামে এক বিখ্যাত তেলুগু সিরিয়ালে তাঁরা অভিনয় করেছিলেন। ২০০৩ সালে সম্প্রচারিত এই সিরিয়ালে মেঘনা রামি তাঁর বাস্তব জীবনের স্বামী ইন্দ্রনীলের শাশুড়ির চরিত্রে অভিনয় করেছিলেন!
advertisement
3/7
১০০০-এর বেশি পর্ব চলা এই সিরিয়াল দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিল। এটি একসময় টিআরপি-তে শীর্ষস্থানে ছিল। করোনা মহামারির সময় এই সিরিয়াল পুনরায় সম্প্রচারিত হলে আবারও টিআরপি-তে শীর্ষে উঠে আসে।
১০০০-এর বেশি পর্ব চলা এই সিরিয়াল দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিল। এটি একসময় টিআরপি-তে শীর্ষস্থানে ছিল। করোনা মহামারির সময় এই সিরিয়াল পুনরায় সম্প্রচারিত হলে আবারও টিআরপি-তে শীর্ষে উঠে আসে।
advertisement
4/7
সিরিয়ালের শাশুড়ি-জামাই বাস্তবে স্বামী-স্ত্রী! এই সিরিয়ালে যাঁরা শাশুড়ি ও জামাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, তাঁরা বাস্তবে প্রেমে পড়েন এবং বিয়ে করেন। তাঁদের সম্পর্ক নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তবে ভালোবাসার শক্তিতে তাঁরা সব বাধা পেরিয়ে একসঙ্গে জীবন গড়েছেন।
সিরিয়ালের শাশুড়ি-জামাই বাস্তবে স্বামী-স্ত্রী! এই সিরিয়ালে যাঁরা শাশুড়ি ও জামাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন, তাঁরা বাস্তবে প্রেমে পড়েন এবং বিয়ে করেন। তাঁদের সম্পর্ক নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তবে ভালোবাসার শক্তিতে তাঁরা সব বাধা পেরিয়ে একসঙ্গে জীবন গড়েছেন।
advertisement
5/7
সন্তান না নেওয়ার সিদ্ধান্ত---এই দম্পতি বর্তমানে ৪০ বছর বয়স পার করেছেন। তবে তাঁদের কোনও সন্তান নেই। তাঁরা জানিয়েছেন, "এখন যদি সন্তান নেই, তাহলে বড় করতে করতে ৬০ বছর হয়ে যাবে। তখন সন্তানের দেখাশোনা কে করবে? তাই আমরা সন্তান নেওয়ার পরিকল্পনা করিনি।"
সন্তান না নেওয়ার সিদ্ধান্ত--- এই দম্পতি বর্তমানে ৪০ বছর বয়স পার করেছেন। তবে তাঁদের কোনও সন্তান নেই। তাঁরা জানিয়েছেন, "এখন যদি সন্তান নেই, তাহলে বড় করতে করতে ৬০ বছর হয়ে যাবে। তখন সন্তানের দেখাশোনা কে করবে? তাই আমরা সন্তান নেওয়ার পরিকল্পনা করিনি।"
advertisement
6/7
প্রেমের ক্ষেত্রে বয়স কোনও বাধা নয়। প্রেম যখন সত্যিকারের হয়, তখন সমাজ, কুসংস্কার বা বয়সের ব্যবধান—কোনও কিছুই তার পথ রোধ করতে পারে না। বহু মানুষ তাঁদের প্রেমের মাধ্যমে এই সত্যি প্রমাণ করেছেন।
প্রেমের ক্ষেত্রে বয়স কোনও বাধা নয়। প্রেম যখন সত্যিকারের হয়, তখন সমাজ, কুসংস্কার বা বয়সের ব্যবধান—কোনও কিছুই তার পথ রোধ করতে পারে না। বহু মানুষ তাঁদের প্রেমের মাধ্যমে এই সত্যি প্রমাণ করেছেন।
advertisement
7/7
আজও এই দম্পতি তেলুগু বিনোদন জগতে জনপ্রিয়। তাঁদের সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল দর্শকরা তাঁদের ভালোবাসার এই দৃঢ় বন্ধনের প্রশংসা করেন। সময় বদলেছে, সমাজের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়েছে, তবে ইন্দ্রনীল-মেঘনার প্রেমের গল্প আজও অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে।
আজও এই দম্পতি তেলুগু বিনোদন জগতে জনপ্রিয়। তাঁদের সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল দর্শকরা তাঁদের ভালোবাসার এই দৃঢ় বন্ধনের প্রশংসা করেন। সময় বদলেছে, সমাজের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়েছে, তবে ইন্দ্রনীল-মেঘনার প্রেমের গল্প আজও অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে।
advertisement
advertisement
advertisement