বাড়িতে চুমু খেতে পারতেন, বয়স তো কম হল না, পৃথা-সুদীপের ঘনিষ্ঠ ছবিতে কটাক্ষ!

Last Updated:
বয়সের ফারাক ২৪ বছর। তার জন্য কম কটাক্ষ শুনতে হয় না তাঁদের। নতুন করে সমালোচনার মুখে সুদীপ-পৃথা।
1/6
বয়সের ফারাক ২৪ বছর। তার জন্য কম কটাক্ষ শুনতে হয় না তাঁদের। স্ত্রী নাকি তাঁর থেকে এত বেশি বয়সে স্বামীকে বিয়ে করেছেন টাকার জন্য। এমন শুনে শুনেই ৬ বছর কাটিয়ে ফেললেন সুদীপ চক্রবর্তী এবং পৃথা চক্রবর্তী।
বয়সের ফারাক ২৪ বছর। তার জন্য কম কটাক্ষ শুনতে হয় না তাঁদের। স্ত্রী নাকি তাঁর থেকে এত বেশি বয়সে স্বামীকে বিয়ে করেছেন টাকার জন্য। এমন শুনে শুনেই ৬ বছর কাটিয়ে ফেললেন সুদীপ চক্রবর্তী এবং পৃথা চক্রবর্তী।
advertisement
2/6
তার উপর সম্প্রতি পর্দার 'অনিন্দ্য সেনগুপ্ত'-র জন্মদিনের কিছু ছবিতে তারকা দম্পতির ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অনেক নেটিজেন। একটি ছবিতে দেখা গিয়েছে, স্বামী-স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁটে রেখেছেন। গভীর সে চুম্বনের ছবির তলায় সমালোচনার ঝড়।
তার উপর সম্প্রতি পর্দার 'অনিন্দ্য সেনগুপ্ত'-র জন্মদিনের কিছু ছবিতে তারকা দম্পতির ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অনেক নেটিজেন। একটি ছবিতে দেখা গিয়েছে, স্বামী-স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁটে রেখেছেন। গভীর সে চুম্বনের ছবির তলায় সমালোচনার ঝড়।
advertisement
3/6
কিন্তু চুপ থাকেননি নৃত্যশিল্পী পৃথা। এক ব্যক্তির মন্তব্য দেখে তিনিও পাল্টা জবাব দেন। ব্যক্তি লিখেছিলেন, 'বাড়িতে চুমু খেতে পারতেন, বয়সটা তো কম হল না'। পৃথার উত্তর, 'বিশ্বাস করুন, এটা আমারই বাড়ি।'
কিন্তু চুপ থাকেননি নৃত্যশিল্পী পৃথা। এক ব্যক্তির মন্তব্য দেখে তিনিও পাল্টা জবাব দেন। ব্যক্তি লিখেছিলেন, 'বাড়িতে চুমু খেতে পারতেন, বয়সটা তো কম হল না'। পৃথার উত্তর, 'বিশ্বাস করুন, এটা আমারই বাড়ি।'
advertisement
4/6
টেলিভিশনের আরও একাধিক তারকার সঙ্গে জন্মদিন উপভোগ করেছেন সুদীপ। তাঁদের বাড়ির ছাদে পার্টির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ভরত কল, রাজা গোস্বামী, মধুবনী গোস্বামী, সৌরভ সাহা এবং তাঁর স্ত্রী, প্রমুখ।
টেলিভিশনের আরও একাধিক তারকার সঙ্গে জন্মদিন উপভোগ করেছেন সুদীপ। তাঁদের বাড়ির ছাদে পার্টির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ভরত কল, রাজা গোস্বামী, মধুবনী গোস্বামী, সৌরভ সাহা এবং তাঁর স্ত্রী, প্রমুখ।
advertisement
5/6
পার্টিতে নাচ-গানের ভিডিও-ও আপলোড করেছেন পৃথা। আর প্রত্যেকটি ছবিতে স্বামীর প্রতি ভালবাসার কথা উজাড় করে দিয়েছেন। তাঁদের প্রেমের গাথা এর আগে দর্শক জেনেছে 'ইস্মার্ট জোড়ি'র মঞ্চে।
পার্টিতে নাচ-গানের ভিডিও-ও আপলোড করেছেন পৃথা। আর প্রত্যেকটি ছবিতে স্বামীর প্রতি ভালবাসার কথা উজাড় করে দিয়েছেন। তাঁদের প্রেমের গাথা এর আগে দর্শক জেনেছে 'ইস্মার্ট জোড়ি'র মঞ্চে।
advertisement
6/6
বাড়ির ভিতরে সুদীপ তাঁর মা এবং স্ত্রীর সঙ্গেও ছিমছাপ জন্মদিন পালন করেছেন। সে ছবি পোস্ট করে পৃথা অমিতাভ বচ্চনের সংলাপ ধার করে লিখেছেন, 'হামারে পাস মা হ্যায়।' যে যাই বলুক না কেন, তাঁদের দাম্পত্য যে অত ভঙ্গুর নয়, তা আরও ভাল করে বুঝিয়ে দিলেন সুদীপের স্ত্রী।
বাড়ির ভিতরে সুদীপ তাঁর মা এবং স্ত্রীর সঙ্গেও ছিমছাপ জন্মদিন পালন করেছেন। সে ছবি পোস্ট করে পৃথা অমিতাভ বচ্চনের সংলাপ ধার করে লিখেছেন, 'হামারে পাস মা হ্যায়।' যে যাই বলুক না কেন, তাঁদের দাম্পত্য যে অত ভঙ্গুর নয়, তা আরও ভাল করে বুঝিয়ে দিলেন সুদীপের স্ত্রী।
advertisement
advertisement
advertisement