বিগবস ১৫ সিজনের জয়ী তিনি। তার পর থেকেই লাইমলাইটে থাকেন তেজস্বী প্রকাশ। বিগবসের পরেই নাগিন ধারাবাহিকে সাড়া ফেলেছেন অভিনেত্রী। তেজস্বী প্রকাশের ব্যক্তিগত জীবনও কারও অজানা নয়৷ সেদিকেও বেশ খোলামেলা এই অভিনেত্রী৷ করণ কুন্দ্রার সঙ্গে প্রেম বেশ চর্চিত৷ পাশাপাশি তাঁর নিজের অনুরাগীর সংখ্যাও কম নয়৷ দুষ্টু মিষ্টি এই নায়িকা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়৷ তবে এবারের ফটোশ্যুটে তিনি যেন একটু আলাদা৷ শাড়িকেই বেছে নিয়েছেন তিনি৷ আর সঙ্গে কালো ব্লাউজ৷ ফ্লোরাল প্রিন্টের শাড়ি আর ব্যাকলেস ব্লাউজ৷ এতেই তিনি উষ্ণতা ছড়িয়েছেন নেটপাড়ায়৷ গোলাপি শিফনে যেন তিনি আরও মোহময়ী৷ তাঁর চাউনি মাদকতায় ভরা৷ তাঁর কোনও ভঙ্গিমাই একঘেয়ে নয়৷ এক এক পোজে তিনি এক একরকম৷ লাজুক চোখের এই চাউনি আপনাকে তেজস্বীর প্রেমে পড়তে বাধ্য করবেই৷