Tathagata-Payel Serial: 'দেশের মাটি'র পর ফের তথাগত-পায়েল জুটি, প্রেম-ঘৃণার ওঠাপড়া থেকে নারীর অধিকারের লড়াই, আসছে নতুন ধারাবাহিক

Last Updated:
Tathagata-Payel Serial: নারীর নিজের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ের গল্প বলবে সান বাংলার নতুন ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। ধারাবাহিকের প্রযোজনায় বাংলা টকিজ। পরিচালক কিরণ ধর।
1/8
‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। আসছে নতুন ধারাবাহিক। সান বাংলায়। তথাগত মুখোপাধ্যায় এবং পায়েল দের নতুন জুটির অপেক্ষায় দর্শকেরা। নারীর অধিকারের লড়াইয়ের গল্প দেখবেন বাংলার ধারাবাহিকপ্রেমীরা।
‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। আসছে নতুন ধারাবাহিক। সান বাংলায়। তথাগত মুখোপাধ্যায় এবং পায়েল দের নতুন জুটির অপেক্ষায় দর্শকেরা। নারীর অধিকারের লড়াইয়ের গল্প দেখবেন বাংলার ধারাবাহিকপ্রেমীরা।
advertisement
2/8
‘দেশের মাটি’ ধারাবাহিকের পর আবার জুটি হিসেবে দেখা যাবে তথাগত এবং পায়েলকে। গল্পের শুরুর দিকে তাঁদের দাম্পত্য খুব সুখের নয়। তিক্ততায় ভরা সম্পর্ক। কিন্তু প্রেমের আশা পুরোপুরি মুছেও দেওয়া যায় না।
‘দেশের মাটি’ ধারাবাহিকের পর আবার জুটি হিসেবে দেখা যাবে তথাগত এবং পায়েলকে। গল্পের শুরুর দিকে তাঁদের দাম্পত্য খুব সুখের নয়। তিক্ততায় ভরা সম্পর্ক। কিন্তু প্রেমের আশা পুরোপুরি মুছেও দেওয়া যায় না।
advertisement
3/8
এই ধারাবাহিকের নায়িকা আলো ওরফে আলোলিকা সিংহ রায় বিখ্যাত সংবাদপত্র ‘সূর্যোদয়’ পত্রিকার সর্বেসর্বা উদয়ন সিংহ রায়ের পূত্রবধূ। সুপ্রতিষ্ঠিত ব্যাংকের প্রধান কর্মকর্তা রুদ্র সিংহ রায়ের স্ত্রী।
এই ধারাবাহিকের নায়িকা আলো ওরফে আলোলিকা সিংহ রায় বিখ্যাত সংবাদপত্র ‘সূর্যোদয়’ পত্রিকার সর্বেসর্বা উদয়ন সিংহ রায়ের পূত্রবধূ। সুপ্রতিষ্ঠিত ব্যাংকের প্রধান কর্মকর্তা রুদ্র সিংহ রায়ের স্ত্রী।
advertisement
4/8
সংসারের সমস্ত খুঁটিনাটি, বাড়ির সকলের সুবিধা-অসুবিধা আলোর নখদর্পণে। কিন্তু সংসারের কারওরই তাঁর প্রতি কোনও নজরই নেই। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকু আলো পায়নি।
সংসারের সমস্ত খুঁটিনাটি, বাড়ির সকলের সুবিধা-অসুবিধা আলোর নখদর্পণে। কিন্তু সংসারের কারওরই তাঁর প্রতি কোনও নজরই নেই। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকু আলো পায়নি।
advertisement
5/8
এই সংসারে সে বড্ড বেমানান, আলোর মনের এক কোণে যে আঁধার, তার খোঁজ কেউ রাখে না। তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। সময় এসেছে নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার।
এই সংসারে সে বড্ড বেমানান, আলোর মনের এক কোণে যে আঁধার, তার খোঁজ কেউ রাখে না। তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। সময় এসেছে নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার।
advertisement
6/8
আলোর একমাত্র পরিচয় ‘সিংহ রায় বাড়ির পূত্রবধূ’ নয়। স্বামীর সঙ্গেও সম্পর্ক ভাল নয়। স্বামী রগচটা। স্ত্রী ইংরেজি জানে না, তথাকথিত শিক্ষিত নয় বলে কোথাও নিয়ে যায় না।
আলোর একমাত্র পরিচয় ‘সিংহ রায় বাড়ির পূত্রবধূ’ নয়। স্বামীর সঙ্গেও সম্পর্ক ভাল নয়। স্বামী রগচটা। স্ত্রী ইংরেজি জানে না, তথাকথিত শিক্ষিত নয় বলে কোথাও নিয়ে যায় না।
advertisement
7/8
তথাগত বলেন, ‘‘আমি আর পায়েল তিন বছর বাদে আবার জুটি হিসেবে কাজ করছি। এর আগে ২০২১ সালে দেশের মাটি ধারাবাহিকে কাজ করেছিলাম। আমাদের মধ্যে ভাল বোঝাপড়া রয়েছে। খুব ভাল বন্ধু আমরা। তাই কাজ করতেও সুবিধা হবে।’’
তথাগত বলেন, ‘‘আমি আর পায়েল তিন বছর বাদে আবার জুটি হিসেবে কাজ করছি। এর আগে ২০২১ সালে দেশের মাটি ধারাবাহিকে কাজ করেছিলাম। আমাদের মধ্যে ভাল বোঝাপড়া রয়েছে। খুব ভাল বন্ধু আমরা। তাই কাজ করতেও সুবিধা হবে।’’
advertisement
8/8
নারীর নিজের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ের গল্প বলবে সান বাংলার নতুন ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। ধারাবাহিকের প্রযোজনায় বাংলা টকিজ। পরিচালক কিরণ ধর।
নারীর নিজের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ের গল্প বলবে সান বাংলার নতুন ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। ধারাবাহিকের প্রযোজনায় বাংলা টকিজ। পরিচালক কিরণ ধর।
advertisement
advertisement
advertisement