Emraan-Tanushree Kissing Scene: 'ইমরানকে চুমু খেতে অত্যন্ত বিশ্রী লাগত'! ঘনিষ্ঠ চুম্বনের সময় যা হয়েছিল...বিস্ফোরক তনুশ্রী

Last Updated:
Emraan-Tanushree Kissing Scene: একসময়ে ইমরান হাশমি ও তনুশ্রী দত্তের গভীর চুম্বনের দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা বি-টাউনকে৷ 'আশিক বানায়া আপনে' ছবির সেই চুম্বনের দৃশ্য আজও সকলের মন কাড়ে৷ সম্প্রতি সেই দৃশ্যকেও অত্যন্ত বিশ্রী বললেন নায়িকা, যা শুনলে আপনিও চমকে যাবেন৷
1/5
বলিউডের সিরিয়াল কিসার বললেই একজনের নাম সবার প্রথমে মনে আসে৷ তিনি হলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি৷ অভিনেতার চুম্বনের দৃশ্য নিয়ে চর্চা আজও চলে৷ অন্তরঙ্গ দৃশ্যে তাঁর অভিনয় সকলেরই মন কাড়ে৷ এবার অভিনেতার চুম্বন দৃশ্য নিয়ে বিস্ফোরক বলি নায়িকা তনুশ্রী দত্ত৷
বলিউডের সিরিয়াল কিসার বললেই একজনের নাম সবার প্রথমে মনে আসে৷ তিনি হলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি৷ অভিনেতার চুম্বনের দৃশ্য নিয়ে চর্চা আজও চলে৷ অন্তরঙ্গ দৃশ্যে তাঁর অভিনয় সকলেরই মন কাড়ে৷ এবার অভিনেতার চুম্বন দৃশ্য নিয়ে বিস্ফোরক বলি নায়িকা তনুশ্রী দত্ত৷
advertisement
2/5
একসময়ে ইমরান হাশমি ও তনুশ্রী দত্তের গভীর চুম্বনের দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা বি-টাউনকে৷ আশিক বানায়া আপনে ছবির সেই চুম্বনের দৃশ্য আজও সকলের মন কাড়ে৷ সম্প্রতি সেই দৃশ্যকেও অত্যন্ত বিশ্রী বললেন নায়িকা, যা শুনলে আপনিও চমকে যাবেন৷
একসময়ে ইমরান হাশমি ও তনুশ্রী দত্তের গভীর চুম্বনের দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা বি-টাউনকে৷ আশিক বানায়া আপনে ছবির সেই চুম্বনের দৃশ্য আজও সকলের মন কাড়ে৷ সম্প্রতি সেই দৃশ্যকেও অত্যন্ত বিশ্রী বললেন নায়িকা, যা শুনলে আপনিও চমকে যাবেন৷
advertisement
3/5
ইমরানের সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে তনুশ্রী দত্ত এক সাক্ষাৎকারে বলেন, একসময়কার এই চুম্বনের দৃশ্য টক অফ দ্য টাউন হলেও সিনেমার বাইরে আমাদের কোনও রসায়ন নেই৷  প্রথম থেকেই একজন অভিনেতা হিসেবেই আমি তাঁকে দেখে এসেছে৷
ইমরানের সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে তনুশ্রী দত্ত এক সাক্ষাৎকারে বলেন, একসময়কার এই চুম্বনের দৃশ্য টক অফ দ্য টাউন হলেও সিনেমার বাইরে আমাদের কোনও রসায়ন নেই৷ প্রথম থেকেই একজন অভিনেতা হিসেবেই আমি তাঁকে দেখে এসেছে৷
advertisement
4/5
তনুশ্রী বলেন, ইমরানের কিসার বয় ইমেজ  এমনিতেই আছে, সবচেয়ে ভাল কিসার ইমরান হলেও আমি একেবারেই নয়৷ তিনটি ছবি করেছি ইমরানের সঙ্গে৷ তবে ইমরানের সঙ্গে চুম্বন অস্বস্তিদায়ক ছিল৷
তনুশ্রী বলেন, ইমরানের কিসার বয় ইমেজ এমনিতেই আছে, সবচেয়ে ভাল কিসার ইমরান হলেও আমি একেবারেই নয়৷ তিনটি ছবি করেছি ইমরানের সঙ্গে৷ তবে ইমরানের সঙ্গে চুম্বন অস্বস্তিদায়ক ছিল৷
advertisement
5/5
অভিনেত্রী আরও বলেন, 'চকোলেট'-এও একটি চুম্বন দৃশ্যের শ্যুটিং ছিল। সেটা যদিও পরে ব্যবহার করা হয়নি। প্রথম ছবিতে ওর সঙ্গে চুমুর দৃশ্য একেবারেই স্বস্তিদায়ক ছিল না। পরে অস্বস্তি আরও বাড়ে। আসলে আমাদের পর্দার বাইরে আসলে কোনও রসায়নই নেই। অভিনেত্রীর এই বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বি-টাউন৷
অভিনেত্রী আরও বলেন, 'চকোলেট'-এও একটি চুম্বন দৃশ্যের শ্যুটিং ছিল। সেটা যদিও পরে ব্যবহার করা হয়নি। প্রথম ছবিতে ওর সঙ্গে চুমুর দৃশ্য একেবারেই স্বস্তিদায়ক ছিল না। পরে অস্বস্তি আরও বাড়ে। আসলে আমাদের পর্দার বাইরে আসলে কোনও রসায়নই নেই। অভিনেত্রীর এই বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বি-টাউন৷
advertisement
advertisement
advertisement