মার্কিন সরকারের চাকরি ছেড়ে, ১৫ কেজি কমিয়ে বলিউডে ফিরছেন তনুশ্রী দত্ত !

Last Updated:
সুন্দরী প্রতিযোগিতা থেকে একেবারে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন তনুশ্রী দত্ত ৷ ইমরান হাসমির সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবি আশিক বনায়ে আপনে সুপারহিট ৷
1/4
সুন্দরী প্রতিযোগিতা থেকে একেবারে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন তনুশ্রী দত্ত ৷ ইমরান হাসমির সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবি আশিক বনায়ে আপনে সুপারহিট ৷ তারপর অবশ্য দু’একটা ছবিতে অভিনয়ের সুযোগ পেলেও, বলিউডে টিকে থাকতে পারেনি তনুশ্রী ৷ হঠাৎ করেই বলিউড থেকে গায়েব৷
সুন্দরী প্রতিযোগিতা থেকে একেবারে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন তনুশ্রী দত্ত ৷ ইমরান হাসমির সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবি আশিক বনায়ে আপনে সুপারহিট ৷ তারপর অবশ্য দু’একটা ছবিতে অভিনয়ের সুযোগ পেলেও, বলিউডে টিকে থাকতে পারেনি তনুশ্রী ৷ হঠাৎ করেই বলিউড থেকে গায়েব৷
advertisement
2/4
 তবে বলিউড থেকে গায়েব হলেও, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে রোজ খবরে থাকেন তনুশ্রী৷ নিয়মিত ছবি পোস্টও করেন তিনি ৷
তবে বলিউড থেকে গায়েব হলেও, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে রোজ খবরে থাকেন তনুশ্রী৷ নিয়মিত ছবি পোস্টও করেন তিনি ৷
advertisement
3/4
সম্প্রতি তিনি নিজের বদলে যাওয়া ৷ অর্থাৎ ১৫ কেজি কমিয়ে একেবারে নতুন অবতারে ছবি দিলেন ৷ আর সঙ্গে লিখলেন, ফের বলিউডে আসছি ৷ শীঘ্রই সুখবর দেবো আপনাদের ৷
সম্প্রতি তিনি নিজের বদলে যাওয়া ৷ অর্থাৎ ১৫ কেজি কমিয়ে একেবারে নতুন অবতারে ছবি দিলেন ৷ আর সঙ্গে লিখলেন, ফের বলিউডে আসছি ৷ শীঘ্রই সুখবর দেবো আপনাদের ৷
advertisement
4/4
নতুন ইনস্টাগ্রাম পোস্টে তনুশ্রী লিখলেন, ‘মুম্বই থেকে উড়ে এসে লস এঞ্জেলেসে মার্কিন সরকারের সঙ্গে যুক্ত একটা আইটি ফার্মে চাকরি করছি ৷ নিজের জীবনকে দারুণ ভাবে সাজিয়ে নিয়েছি ৷ ভালো আছি ৷ তবুও নিজের মধ্যে থাকা শিল্পীটা এখনও আছে ৷ তাই নতুন মেকওভার করে, ১৫ কেজি কমিয়ে ফের ফিরছি ...বলিউডে ৷’
নতুন ইনস্টাগ্রাম পোস্টে তনুশ্রী লিখলেন, ‘মুম্বই থেকে উড়ে এসে লস এঞ্জেলেসে মার্কিন সরকারের সঙ্গে যুক্ত একটা আইটি ফার্মে চাকরি করছি ৷ নিজের জীবনকে দারুণ ভাবে সাজিয়ে নিয়েছি ৷ ভালো আছি ৷ তবুও নিজের মধ্যে থাকা শিল্পীটা এখনও আছে ৷ তাই নতুন মেকওভার করে, ১৫ কেজি কমিয়ে ফের ফিরছি ...বলিউডে ৷’
advertisement
advertisement
advertisement