তনুজা (Tanuja) এবং তাঁর দুই কন্যা, কাজল (Kajol) ও তানিশাই (Tanisha) শারদোৎসবে সেজেছেন শাড়িতে ৷ অষ্টমী রাতে তনুজা ও কাজল দু’জনেই বেছে নিয়েছেন নীলের শেড ৷ তানিশার অবশ্য পছন্দ সাদা-গোলাপি কম্বিনেশন ৷ দশভুজার সামনে দুই মেয়েকে নিয়ে ফ্রেমবন্দি তনুজা ৷ শাড়ির সঙ্গে কাজলের নীল বটুয়াও ছিল কেতাদুরস্ত ৷ তাঁর ছেলে যুগের পরনে ছিল সাদা পায়জামা পাঞ্জাবী ৷ কোভিডবিধি মেনে দু’জনেই পরতে ভোলেননি মাস্ক ৷ শাড়ি-সহ যে কোনও ভারতীয় পোশাকেই কাজল সব সময় অনন্যা ৷ এ বারের দুর্গোৎসবও তার অন্যথা হয়নি ৷ কাজলের বোন তানিশা শাড়ি পরেছিলেন আটপৌরে ভাবে ৷ তবে তাঁর সাজে অন্য মাত্রা যোগ করেছে সোনালি কোমরবন্ধনী ৷ অফ হোয়াইট শাড়ি ও মানানসই অলঙ্কারে মৌনী রায়ের পুজোর সজ্জা ছিল শান্ত ও স্নিগ্ধ ৷ অফ হোয়াইটের সঙ্গে সোনালি জরির যুগলবন্দির শাড়ির সঙ্গে মৌনীও স্টাইল স্টেটমেন্ট হিসেবে নিয়েছেন বটুয়া ৷ সাবেকি সাজে মৌনীর হেয়ারস্টাইলও ছিল সেরকমই ৷ তিনি চুল বেঁধেছিলেন খোঁপায় ৷ পুজোমণ্ডপে তাঁকে দেখা গেল প্রিয়জনদের সঙ্গে ৷