Mansoor-Trisha Controversy: একটাও শয্যাদৃশ্য দিল না, তৃষাকে নিয়ে জঘন্য মন্তব্য মনসুরের, ‘ঘৃণ্য’ বলে তোপ নায়িকার

Last Updated:
Mansoor-Trisha Controversy: চুপ থাকেননি তৃষা। সোশ্যাল মিডিয়ায় মনসুরকে তোপ দেগেছেন অভিনেত্রী। কোনও দিনও অভিনেতার সঙ্গে পর্দা ভাগ না করার প্রতিজ্ঞা করেছেন। এমনকি জঘন্য ‘মানুষ’-এর তকমাও দিয়েছেন নায়িকা।
1/8
অভিনেত্রীকে নিয়ে কুৎসিত মন্তব্য অভিনেতার। তামিল ইন্ডাস্ট্রিতে হইচই পড়ে গিয়েছে তৃষা কৃষ্ণন এবং মনসুর আলি খানকে নিয়ে। পরিচালক লোকেশ কানাগরাজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন দুই তারকাই। কিন্তু পর্দা ভাগ করেননি একটি দৃশ্যেও।
অভিনেত্রীকে নিয়ে কুৎসিত মন্তব্য অভিনেতার। তামিল ইন্ডাস্ট্রিতে হইচই পড়ে গিয়েছে তৃষা কৃষ্ণন এবং মনসুর আলি খানকে নিয়ে। পরিচালক লোকেশ কানাগরাজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন দুই তারকাই। কিন্তু পর্দা ভাগ করেননি একটি দৃশ্যেও।
advertisement
2/8
সেই নিয়ে ‘মজার ছলে’ জঘন্য মন্তব্য তামিল অভিনেতার। তৃষার সঙ্গে পর্দা ভাগ না করে নেওয়ার ঘটনার সঙ্গে ধর্ষণের মতো অপরাধমূলক ঘটনার প্রসঙ্গ টেনে নিম্নরুচির পরিচয় দিয়েছেন মনসুর।
সেই নিয়ে ‘মজার ছলে’ জঘন্য মন্তব্য তামিল অভিনেতার। তৃষার সঙ্গে পর্দা ভাগ না করে নেওয়ার ঘটনার সঙ্গে ধর্ষণের মতো অপরাধমূলক ঘটনার প্রসঙ্গ টেনে নিম্নরুচির পরিচয় দিয়েছেন মনসুর।
advertisement
3/8
চুপ থাকেননি তৃষা। সোশ্যাল মিডিয়ায় মনসুরকে তোপ দেগেছেন অভিনেত্রী। কোনও দিনও অভিনেতার সঙ্গে পর্দা ভাগ না করার প্রতিজ্ঞা করেছেন। এমনকি জঘন্য ‘মানুষ’-এর তকমাও দিয়েছেন নায়িকা।
চুপ থাকেননি তৃষা। সোশ্যাল মিডিয়ায় মনসুরকে তোপ দেগেছেন অভিনেত্রী। কোনও দিনও অভিনেতার সঙ্গে পর্দা ভাগ না করার প্রতিজ্ঞা করেছেন। এমনকি জঘন্য ‘মানুষ’-এর তকমাও দিয়েছেন নায়িকা।
advertisement
4/8
তৃষা লিখেছেন, ‘একটি সাম্প্রতিক ভিডিও আমার নজরে এসেছে যেখানে মিস্টার মনসুর আলি খান আমার সম্পর্কে একটি জঘন্য এবং ঘৃণ্য মন্তব্য করেছেন। আমি এর তীব্র নিন্দা করি। এবং এটিকে লিঙ্গবিদ্বেষী, অসম্মানজনক, অশ্লীলতাপূর্ণ, ঘৃণ্য এবং নিম্নরুচির বলে মনে করি।’
তৃষা লিখেছেন, ‘একটি সাম্প্রতিক ভিডিও আমার নজরে এসেছে যেখানে মিস্টার মনসুর আলি খান আমার সম্পর্কে একটি জঘন্য এবং ঘৃণ্য মন্তব্য করেছেন। আমি এর তীব্র নিন্দা করি। এবং এটিকে লিঙ্গবিদ্বেষী, অসম্মানজনক, অশ্লীলতাপূর্ণ, ঘৃণ্য এবং নিম্নরুচির বলে মনে করি।’
advertisement
5/8
‘তাঁর শত ইচ্ছা থাকলেও আমি কৃতজ্ঞ যে তাঁর মতো জঘন্য মানুষের সঙ্গে পর্দা ভাগ করিনি এবং আমি নিশ্চিত, আমার বাকি পেশা জীবনে কখনওই তা ঘটবে না। তাঁর মতো মানুষ মানবজাতির কলঙ্ক।’
‘তাঁর শত ইচ্ছা থাকলেও আমি কৃতজ্ঞ যে তাঁর মতো জঘন্য মানুষের সঙ্গে পর্দা ভাগ করিনি এবং আমি নিশ্চিত, আমার বাকি পেশা জীবনে কখনওই তা ঘটবে না। তাঁর মতো মানুষ মানবজাতির কলঙ্ক।’
advertisement
6/8
সাংবাদিক সম্মেলনে মনসুর বলেন, ‘‘যখন শুনলাম তৃষার সঙ্গে অভিনয় করছি, তখন ভেবেছিলাম ছবিতে একটা বেডরুমের দৃশ্য থাকবে। ভেবেছিলাম, আমি তাঁকে বেডরুমে নিয়ে যাব ঠিক যেমনটা আমি আমার আগের সিনেমায় অন্যান্য অভিনেত্রীদের সঙ্গে করেছিলাম।’’
সাংবাদিক সম্মেলনে মনসুর বলেন, ‘‘যখন শুনলাম তৃষার সঙ্গে অভিনয় করছি, তখন ভেবেছিলাম ছবিতে একটা বেডরুমের দৃশ্য থাকবে। ভেবেছিলাম, আমি তাঁকে বেডরুমে নিয়ে যাব ঠিক যেমনটা আমি আমার আগের সিনেমায় অন্যান্য অভিনেত্রীদের সঙ্গে করেছিলাম।’’
advertisement
7/8
‘‘আমি অনেক ধর্ষণের দৃশ্যে অভিনয় করেছি এবং এটা আমার কাছে নতুন নয়। কিন্তু এই ছবির কলাকুশলীরা কাশ্মীরে শ্যুটিংয়ের সময় তৃষাকে সেটে আমার সামনেই আনেনি, দেখাই করায়নি।’’
‘‘আমি অনেক ধর্ষণের দৃশ্যে অভিনয় করেছি এবং এটা আমার কাছে নতুন নয়। কিন্তু এই ছবির কলাকুশলীরা কাশ্মীরে শ্যুটিংয়ের সময় তৃষাকে সেটে আমার সামনেই আনেনি, দেখাই করায়নি।’’
advertisement
8/8
তৃষার পোস্টের পর মনসুর বিবৃতি জারি করে দাবি করেছেন, তিনি ওই মন্তব্যটি করেছিলেন মজার ছলে। তৃষাকে অপমান করার কোনও ইচ্ছা তাঁর ছিল না। তিনি নারীদের সম্মান করতে জানেন।
তৃষার পোস্টের পর মনসুর বিবৃতি জারি করে দাবি করেছেন, তিনি ওই মন্তব্যটি করেছিলেন মজার ছলে। তৃষাকে অপমান করার কোনও ইচ্ছা তাঁর ছিল না। তিনি নারীদের সম্মান করতে জানেন।
advertisement
advertisement
advertisement