Tamannaah || Vijay Varma: অবশেষে প্রেমের গুঞ্জনে শিলমোহর! তারকা প্রেমিককে নিয়ে বিরাট স্বীকারোক্তি তমন্নার

Last Updated:
Tamannaah || Vijay Varma: বাস্তবের প্রেম এ বার পর্দাতেও। 'লাস্ট স্টোরিজ ২'-এ একসঙ্গে দেখা যাবে তমন্না এবং বিজয়কে। প্রেমিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়েই প্রেমের গুঞ্জনে শিলমোহর বসালেন অভিনেত্রী।
1/6
গুঞ্জন ছিলই। এ বার তাতে শিলমোহর পড়ল। বিগত বেশ কয়েক মাস ধরেই তমন্না ভাটিয়া এবং বিজয় বর্মার প্রেমের কানাঘুষোয় সরগরম বলিউড।
গুঞ্জন ছিলই। এ বার তাতে শিলমোহর পড়ল। বিগত বেশ কয়েক মাস ধরেই তমন্না ভাটিয়া এবং বিজয় বর্মার প্রেমের কানাঘুষোয় সরগরম বলিউড।
advertisement
2/6
শোনা যাচ্ছিল, সকলের অগোচরে জমিয়ে প্রেম করছেন দুই তারকা। মাঝেমধ্যে একাধিক জায়গায় একসঙ্গে দেখা যেত তাঁদের।
শোনা যাচ্ছিল, সকলের অগোচরে জমিয়ে প্রেম করছেন দুই তারকা। মাঝেমধ্যে একাধিক জায়গায় একসঙ্গে দেখা যেত তাঁদের।
advertisement
3/6
বাস্তবের প্রেম এ বার পর্দাতেও। 'লাস্ট স্টোরিজ ২'-এ একসঙ্গে দেখা যাবে তমন্না এবং বিজয়কে। প্রেমিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়েই প্রেমের গুঞ্জনে শিলমোহর বসালেন অভিনেত্রী।
বাস্তবের প্রেম এ বার পর্দাতেও। 'লাস্ট স্টোরিজ ২'-এ একসঙ্গে দেখা যাবে তমন্না এবং বিজয়কে। প্রেমিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়েই প্রেমের গুঞ্জনে শিলমোহর বসালেন অভিনেত্রী।
advertisement
4/6
বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা সহজ, রাখঢাক না করেই তা বলেন তমন্না। শুধু তাই নয়। তমন্না জানান, বিজয়কে দেখে অনুপ্রাণিত হন তিনি।
বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা সহজ, রাখঢাক না করেই তা বলেন তমন্না। শুধু তাই নয়। তমন্না জানান, বিজয়কে দেখে অনুপ্রাণিত হন তিনি।
advertisement
5/6
সম্পর্কের গুঞ্জনে শিলমোহর বসিয়ে অভিনেত্রী বলেন, "ও এমন একজন মানুষ যার খেযাল রাখতে ভালবাসি। ও আমার আনন্দের জায়গা।"
সম্পর্কের গুঞ্জনে শিলমোহর বসিয়ে অভিনেত্রী বলেন, "ও এমন একজন মানুষ যার খেযাল রাখতে ভালবাসি। ও আমার আনন্দের জায়গা।"
advertisement
6/6
তমন্নার এই মন্তব্যই বুঝিয়ে দেয় বিজয় নিছকই তাঁর বন্ধু নন। একে অপরের প্রেমে ডুবে আছেন তাঁরা।
তমন্নার এই মন্তব্যই বুঝিয়ে দেয় বিজয় নিছকই তাঁর বন্ধু নন। একে অপরের প্রেমে ডুবে আছেন তাঁরা।
advertisement
advertisement
advertisement