পড়ে রইল ‘লাস্ট ট্যাঙ্গো’র ধর্ষণ বিতর্ক, ক্যানসারে ভুগে প্রয়াত ইতালির সিনেপরিচালক বার্তোলুচ্চি !

Last Updated:
1/5
প্রয়াত ইতালির কিংবদন্তি সিনে পরিচালক বার্নার্দো বার্তোলুচ্চি   ৷ বয়স হয়েছিল ৭৭ ৷ অস্কার বিজয়ী এই পরিচালক দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যানসারে ৷ ২০১২ সালে বের্তোলুচ্চির নির্মিত ছবি ‘মি অ্যান্ড ইউ’ দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে ৷ এটাই তার পরিচালিত শেষ ছবি ৷
প্রয়াত ইতালির কিংবদন্তি সিনে পরিচালক বার্নার্দো বার্তোলুচ্চি ৷ বয়স হয়েছিল ৭৭ ৷ অস্কার বিজয়ী এই পরিচালক দীর্ঘদিন ধরে ভুগছিলেন ক্যানসারে ৷ ২০১২ সালে বের্তোলুচ্চির নির্মিত ছবি ‘মি অ্যান্ড ইউ’ দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে ৷ এটাই তার পরিচালিত শেষ ছবি ৷
advertisement
2/5
 পরিচালক পাসোলিনির সহকারি হয়েই কেরিয়ার শুরু করেছিলেন বার্নার্দো বার্তোলুচ্চি   ৷ ১৯৬১ সালে পাসোলিনির Accattone থেকেই সিনে পরিচালনায় হাতেখড়ি তাঁর ৷ এর পরের বছরই নিজেই পরিচালনা করেন নতুন ছবি  La Commare Secca ৷ তখন তাঁর বয়স ২১ ৷
পরিচালক পাসোলিনির সহকারি হয়েই কেরিয়ার শুরু করেছিলেন বার্নার্দো বার্তোলুচ্চি ৷ ১৯৬১ সালে পাসোলিনির Accattone থেকেই সিনে পরিচালনায় হাতেখড়ি তাঁর ৷ এর পরের বছরই নিজেই পরিচালনা করেন নতুন ছবি La Commare Secca ৷ তখন তাঁর বয়স ২১ ৷
advertisement
3/5
 গোটা জীবনে বহু ছবিই করেছেন ৷ কেরিয়ারের শুরুতে Before the Revolution এবং The Spider's Stratagem ছবি দিয়ে অল্প হলেও সিনে মহলে পরিচিত হয়েছিলেন বার্তোলুচ্চি   ৷ তবে গোটা বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তাঁর ছবি  Last Tango দিয়েই ৷
গোটা জীবনে বহু ছবিই করেছেন ৷ কেরিয়ারের শুরুতে Before the Revolution এবং The Spider's Stratagem ছবি দিয়ে অল্প হলেও সিনে মহলে পরিচিত হয়েছিলেন বার্তোলুচ্চি ৷ তবে গোটা বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তাঁর ছবি Last Tango দিয়েই ৷
advertisement
4/5
  Last Tango ছবির একটু যৌনদৃশ্যের কারণে বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন  Last Tango ৷ ২০১৬ সালে একটি ভিডিওতে তিনি জানিয়ে ছিলেন,  Last Tango-এর বিখ্যাত যৌনদৃশ্যটি একেবারেই প্ল্যান করে ছিল না ৷ ধর্ষণ দৃশ্যটির বিষয়ে আগে থেকেই কিছুই জানতেন না অভিনেত্রী মারিয়া। তবে মার্লোন ব্র্যান্ডো এবং বার্তোলুচ্চি ৷ এই দৃশ্য সম্পর্কে আগেই পরিকল্পনা করেছিলেন। সেই মন্তব্য নিয়ে ঝড় ওঠে গোটা সিনেমহলে ৷
Last Tango ছবির একটু যৌনদৃশ্যের কারণে বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন Last Tango ৷ ২০১৬ সালে একটি ভিডিওতে তিনি জানিয়ে ছিলেন, Last Tango-এর বিখ্যাত যৌনদৃশ্যটি একেবারেই প্ল্যান করে ছিল না ৷ ধর্ষণ দৃশ্যটির বিষয়ে আগে থেকেই কিছুই জানতেন না অভিনেত্রী মারিয়া। তবে মার্লোন ব্র্যান্ডো এবং বার্তোলুচ্চি ৷ এই দৃশ্য সম্পর্কে আগেই পরিকল্পনা করেছিলেন। সেই মন্তব্য নিয়ে ঝড় ওঠে গোটা সিনেমহলে ৷
advertisement
5/5
পরিচালক বার্তোলুচ্চি   প্রয়াণে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা অ্যান্তোনিয় বেন্ডেরাস ৷
পরিচালক বার্তোলুচ্চি প্রয়াণে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা অ্যান্তোনিয় বেন্ডেরাস ৷
advertisement
advertisement
advertisement