Katrina Kaif Birthday: শ্বশুরবাড়ি আর বাপেরবাড়ির একাধিক ছবিতে ঘরোয়া ক্যাটরিনার হদিশ, রইল অদেখা ছবিগুলি

Last Updated:
Happy Birthday Katrina Kaif: তাঁর বাপেরবাড়ি এবং শ্বশুরবাড়ির কিছু অদেখা ছবি তুলে ধরা যাক।
1/10
বিয়ের পর প্রথম জন্মদিন। ক্যাটরিনা কইফে স্বামী ভিকি কৌশল স্ত্রীকে নিয়ে উড়ে গিয়েছেন মলদ্বীপে। সেখানেই জন্মদিন পালন করবেন ৩৯ বছরের 'চিকনি চামেলি'।
বিয়ের পর প্রথম জন্মদিন। ক্যাটরিনা কইফে স্বামী ভিকি কৌশল স্ত্রীকে নিয়ে উড়ে গিয়েছেন মলদ্বীপে। সেখানেই জন্মদিন পালন করবেন ৩৯ বছরের 'চিকনি চামেলি'।
advertisement
2/10
সেই উপলক্ষে তাঁর বাপেরবাড়ি এবং শ্বশুরবাড়ির কিছু অদেখা ছবি তুলে ধরা যাক। নিজের মা সুজান টারকোয়াটের সঙ্গে বার্থডে গার্ল।
সেই উপলক্ষে তাঁর বাপেরবাড়ি এবং শ্বশুরবাড়ির কিছু অদেখা ছবি তুলে ধরা যাক। নিজের মা সুজান টারকোয়াটের সঙ্গে বার্থডে গার্ল।
advertisement
3/10
ছবিটি মাতৃদিবসে তোলা। ক্যাটরিনা তাঁর স্বামী ভিকি এবং শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে ছবি তুলেছেন।
ছবিটি মাতৃদিবসে তোলা। ক্যাটরিনা তাঁর স্বামী ভিকি এবং শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে ছবি তুলেছেন।
advertisement
4/10
ক্যাটরিনার মা ব্রিটিশ। সুজানের ৭০তম জন্মদিনে চকোলেট কেক কেটে পালন করেছিলেন তাঁর কন্যা।
ক্যাটরিনার মা ব্রিটিশ। সুজানের ৭০তম জন্মদিনে চকোলেট কেক কেটে পালন করেছিলেন তাঁর কন্যা।
advertisement
5/10
ক্যাটরিনারা সাত বোন এবং ভাই। তবে তাঁকে সব থেকে বেশি দেখা যায় ছোট বোন ইসাবেল কইফের সঙ্গে। মা এবং বোনের সঙ্গে বলি নায়িকা।
ক্যাটরিনারা সাত বোন এবং ভাই। তবে তাঁকে সব থেকে বেশি দেখা যায় ছোট বোন ইসাবেল কইফের সঙ্গে। মা এবং বোনের সঙ্গে বলি নায়িকা।
advertisement
6/10
ইসাবেল ইতিমধ্যে দিদির সাহায্যে বলিউডেও পা রেখেছেন। বলি নায়ক পুলকিত সম্রাটের সঙ্গে সুস্বাগতম খুশামাবিদ ছবিতে অভিনয়ও করেছেন মডেল।
ইসাবেল ইতিমধ্যে দিদির সাহায্যে বলিউডেও পা রেখেছেন। বলি নায়ক পুলকিত সম্রাটের সঙ্গে সুস্বাগতম খুশামাবিদ ছবিতে অভিনয়ও করেছেন মডেল।
advertisement
7/10
ইসাবেল এবং ক্যাটরিনার বয়সের পার্থক্য ৯ বছরের হলেও তাঁদের মধ্যে বন্ধুত্ব সব থেকে বেশি। লকডাউনের সময়ে দুই বোন একসঙ্গেই থাকতেন।
ইসাবেল এবং ক্যাটরিনার বয়সের পার্থক্য ৯ বছরের হলেও তাঁদের মধ্যে বন্ধুত্ব সব থেকে বেশি। লকডাউনের সময়ে দুই বোন একসঙ্গেই থাকতেন।
advertisement
8/10
দুজনেই এখন বলিউডের অভিনেত্রী। যদিও দিদির মতো সাফল্য পাননি ইসাবেলা। কিন্তু তিনি প্রায় ১৪ বছর বয়স থেকে মডেলিং করছেন। তার পর অভিনয় নিয়ে পড়াশোনাও করেছেন।
দুজনেই এখন বলিউডের অভিনেত্রী। যদিও দিদির মতো সাফল্য পাননি ইসাবেলা। কিন্তু তিনি প্রায় ১৪ বছর বয়স থেকে মডেলিং করছেন। তার পর অভিনয় নিয়ে পড়াশোনাও করেছেন।
advertisement
9/10
ক্যাটরিনার মা ব্রিটিশ এবং বাবা কাশ্মীরি মুসলিম। মা ছিলেন আইনজীবী এবং বাবা ব্যবসায়ী।
ক্যাটরিনার মা ব্রিটিশ এবং বাবা কাশ্মীরি মুসলিম। মা ছিলেন আইনজীবী এবং বাবা ব্যবসায়ী।
advertisement
10/10
ছোট্ট ক্যাটরিনা আর সুজানের ছবিগুলি বড়ই আদুরে।
ছোট্ট ক্যাটরিনা আর সুজানের ছবিগুলি বড়ই আদুরে।
advertisement
advertisement
advertisement