অভিনেত্রী তাপসী পান্নুর অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না। অভিনয়ে তিনি যেমন মুগ্ধ করেছেন। তেমনই তাঁর ব্যতিক্রমী ব্যক্তিত্বও মুগ্ধ করে দর্শককে। সম্প্রতি শাড়ির পরার ধরনকে এক আলাদা মাত্রা দিলেন তাপসী।
2/ 8
মঙ্গলবার রাতে ফেমিনা বিউটিফুল ইন্ডিয়ানস এর ইভেন্টের রেড কার্পেটে বহু বলি তারকা নজর কেড়েছিলেন। এখানেই সাজ ও ফ্যাশনে মুগ্ধ করেন তাপসী।
3/ 8
এদিন তাপসী একটি হালকা প্যাস্টেল রঙের শাড়ির সঙ্গে পরেছিলেন একটি ডিজাইনাকর লং কোট। এই সাজে শাড়িকে আলাদা মাত্রা দিয়েছেন অভিনেত্রী।
4/ 8
শাড়ির ও জমকালো কোটের সঙ্গে সাজ ছিল খুবই সামান্য। ন্যুড মেক আপ ও টেনে বাঁধা চুলে তিনিই ছিলেন লাইমলাইটে।
5/ 8
সব সময়ের মতোই তাঁকে দেখতে সুন্দর লাগছিল। উজ্জ্বল ত্বক আর তাপসীর হাসি এই সাজ সম্পূর্ণ করেছে।
6/ 8
শাড়ির নীচের অংশেও ছিল নাটকীয়তা। শাড়ির থেকে দৈর্ঘ্যে লম্বা কোটটি।
7/ 8
শাড়ির দৈর্ঘ্য সাধারণের থেকে সামান্য ছোট। আর তাই বিশেষ ধরনের জুতো পরেছিলেন তিনি।
8/ 8
এদিন এই ইভেন্টে সবাই নানা রকম সাজে ধরা দিয়েছেন। কিন্তু তাপসীর সাজ তাঁকে ফ্যাশনিস্তার পর্যায় নিয়ে গিয়েছে।