Taapsee Pannu: বিয়ের পিঁড়িতে তাপসী? অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে যা বললেন, তোলপাড় গোটা বলিউড

Last Updated:
Taapsee Pannu: কাজ থেকে শুরু করে ব্যক্তি জীবন, নান বিষয়ে প্রশ্ন আসে তাপসীর কাছে। জনৈক অনুরাগী জানতে চান, অভিনেত্রী বিয়ে কবে করছেন।
1/5
অনুরাগীদের কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য তারকাদের কাছে নেটমাধ্যম অন্যতম উপায়। সেই পথে হাঁটলেন তাপসী পান্নুও। সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মেতেছিলেন তিনি। অর্থাৎ প্রশ্নকর্তা অনুরাগী। উত্তর দেবেন তাপসী।
অনুরাগীদের কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য তারকাদের কাছে নেটমাধ্যম অন্যতম উপায়। সেই পথে হাঁটলেন তাপসী পান্নুও। সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মেতেছিলেন তিনি। অর্থাৎ প্রশ্নকর্তা অনুরাগী। উত্তর দেবেন তাপসী।
advertisement
2/5
কাজ থেকে শুরু করে ব্যক্তি জীবন, নান বিষয়ে প্রশ্ন আসে তাপসীর কাছে। জনৈক অনুরাগী জানতে চান, অভিনেত্রী বিয়ে কবে করছেন। সেই প্রশ্নের উত্তরে তাপসী যা লেখেন, তা অবাক করার মতো।
কাজ থেকে শুরু করে ব্যক্তি জীবন, নান বিষয়ে প্রশ্ন আসে তাপসীর কাছে। জনৈক অনুরাগী জানতে চান, অভিনেত্রী বিয়ে কবে করছেন। সেই প্রশ্নের উত্তরে তাপসী যা লেখেন, তা অবাক করার মতো।
advertisement
3/5
বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যাননি তাপসী। বরং স্বভাবসিদ্ধ রসিকতায় লেখেন, 'আমি কবে বিয়ে করছি? এখনও আমি অন্তঃসত্ত্বা নই। তাই খুব তাড়াতাড়ি বিয়ে করছি না। বিয়ে করলে সকলকে জানাব।'
বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যাননি তাপসী। বরং স্বভাবসিদ্ধ রসিকতায় লেখেন, 'আমি কবে বিয়ে করছি? এখনও আমি অন্তঃসত্ত্বা নই। তাই খুব তাড়াতাড়ি বিয়ে করছি না। বিয়ে করলে সকলকে জানাব।'
advertisement
4/5
ব্যাডমিন্টন খেলোয়ার তথা কোচ মাথিয়াস বোয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তাপসী। কাজের বাইরে বেশির ভাগ সময়ই তাঁর সঙ্গে কাটান অভিনেত্রী।
ব্যাডমিন্টন খেলোয়ার তথা কোচ মাথিয়াস বোয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তাপসী। কাজের বাইরে বেশির ভাগ সময়ই তাঁর সঙ্গে কাটান অভিনেত্রী।
advertisement
5/5
অতীতে এক সাক্ষাৎকারে  তাপসী বলেছিলেন, একমাত্র মা হতে চাইলেই বিয়ে করবেন তিনি । তবে আপাতত তাঁর সে রকম কোনও পরিকল্পনা নেই বলেই ইঙ্গিত অভিনেত্রীর। দিন কয়েক আগে শাহরুখ খানের সঙ্গে 'ডানকি' ছবির শ্যুট করেছেন তিনি।
অতীতে এক সাক্ষাৎকারে তাপসী বলেছিলেন, একমাত্র মা হতে চাইলেই বিয়ে করবেন তিনি । তবে আপাতত তাঁর সে রকম কোনও পরিকল্পনা নেই বলেই ইঙ্গিত অভিনেত্রীর। দিন কয়েক আগে শাহরুখ খানের সঙ্গে 'ডানকি' ছবির শ্যুট করেছেন তিনি।
advertisement
advertisement
advertisement