Swagatalakshmi Dasgupta: মন ভাল করার চাবিকাঠি...ব্রেনোগ্রাফি, পুয়ান ও স্বাগতালক্ষ্মী

Last Updated:
মন ভাল করার চাবিকাঠি...
1/6
 বাংলা গান, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের জগতে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত পরিচিত নাম।  ২০১৫ সালে বেশ কিছু রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ করেন তিনি যা  গ্যালাক্সি নামে পরিচিত। তাঁর আর একটি মনে রাখার মত কাজ ‘একলা গীতবিতান’, যেখানে সম্পূর্ণ গীতবিতানের গানের রেকর্ড মাত্র সাড়ে তিন মাসে শেষ করেন তিনি।  যে রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। Story: Syamasri Saha
বাংলা গান, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের জগতে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত পরিচিত নাম।  ২০১৫ সালে বেশ কিছু রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ করেন তিনি যা  গ্যালাক্সি নামে পরিচিত। তাঁর আর একটি মনে রাখার মত কাজ ‘একলা গীতবিতান’, যেখানে সম্পূর্ণ গীতবিতানের গানের রেকর্ড মাত্র সাড়ে তিন মাসে শেষ করেন তিনি।  যে রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। Story: Syamasri Saha
advertisement
2/6
ফটোগ্রাফিও শিল্পীর আর একটি ভালবাসা। এক্কেবারে ঘরোয়া স্টাইলে নিজের আবাসনে ২ মার্চ ফটোগ্রাফির দশম এগজিবিশন আয়োজন করেছিলেন শিল্পী। ফটোগ্রাফি এগজিবিশন তো হল কিন্তু বিষয় কী? এবারের বিষয় পুয়ান। সন্তানসম। পুয়ানের সাত বছরের জন্মদিন ওইদিনই পালন করলেন স্বাগতা।  কাটা হয় কেক। অন্যদিকে এগজিবিশনের বিষয়ও পুয়ান। কখনও সখনও নিজস্বী উঁকি দিয়েছে ইতিউতি পুয়ানের সরাসরি ছবির মাঝে।
ফটোগ্রাফিও শিল্পীর আর একটি ভালবাসা। এক্কেবারে ঘরোয়া স্টাইলে নিজের আবাসনে ২ মার্চ ফটোগ্রাফির দশম এগজিবিশন আয়োজন করেছিলেন শিল্পী। ফটোগ্রাফি এগজিবিশন তো হল কিন্তু বিষয় কী? এবারের বিষয় পুয়ান। সন্তানসম। পুয়ানের সাত বছরের জন্মদিন ওইদিনই পালন করলেন স্বাগতা।  কাটা হয় কেক। অন্যদিকে এগজিবিশনের বিষয়ও পুয়ান। কখনও সখনও নিজস্বী উঁকি দিয়েছে ইতিউতি পুয়ানের সরাসরি ছবির মাঝে।
advertisement
3/6
মন ভাল রাখতে পোষ্যরাই এখন সবথেকে বড় সম্বল। তাঁর জন্য কৃতজ্ঞ শিল্পীও। জীবনে তাঁর অবদান যে অনস্বীকার্য তা এগজিবিশন থেকেই স্পষ্ট। এই অবলা জীবেরাই যে কত কাছের হয়ে উঠতে পারে, যাঁরা ভালবাসে, তাঁরাই জানেন। সকাল থেকে রাত কখনও দুধ, কখনও মাছেভাতে পুয়ানকে আগলে রেখেছেন স্বাগতা। তাই জন্মদিন যে স্পেশাল হবে, তা বলার অপেক্ষা রাখে না।
মন ভাল রাখতে পোষ্যরাই এখন সবথেকে বড় সম্বল। তাঁর জন্য কৃতজ্ঞ শিল্পীও। জীবনে তাঁর অবদান যে অনস্বীকার্য তা এগজিবিশন থেকেই স্পষ্ট। এই অবলা জীবেরাই যে কত কাছের হয়ে উঠতে পারে, যাঁরা ভালবাসে, তাঁরাই জানেন। সকাল থেকে রাত কখনও দুধ, কখনও মাছেভাতে পুয়ানকে আগলে রেখেছেন স্বাগতা। তাই জন্মদিন যে স্পেশাল হবে, তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
4/6
চমক আছে আর এক জায়গাতেও।  প্রত্যেকটা ছবির ক্যাপশনে ছিল গানের একটা লাইন। যা ছবির ভাষাকে বোঝায়। প্রদর্শনীর অভিনবত্ব এখানেই।  কোভিডের কারণে গত দুবছর গৃহবন্দি ছিলেন শিল্পী। থেমে থাকেনি তাঁর গান ও ছবি তোলা। স্বাগতালক্ষ্মীর ছাত্র ছাত্রী ও ভক্তরা তাঁকে আকাশ বলে ডাকে। করোনায় গৃহবন্দী আকাশের কাছে তারা আসতে পারেন নি। মনঃকষ্টে ছিলেন সবাই। আকাশের ছোঁয়া পেতে ইউটিউবে গান শুনতে চেয়েছিলেন অনুরাগীরা।
চমক আছে আর এক জায়গাতেও।  প্রত্যেকটা ছবির ক্যাপশনে ছিল গানের একটা লাইন। যা ছবির ভাষাকে বোঝায়। প্রদর্শনীর অভিনবত্ব এখানেই।  কোভিডের কারণে গত দুবছর গৃহবন্দি ছিলেন শিল্পী। থেমে থাকেনি তাঁর গান ও ছবি তোলা। স্বাগতালক্ষ্মীর ছাত্র ছাত্রী ও ভক্তরা তাঁকে আকাশ বলে ডাকে। করোনায় গৃহবন্দী আকাশের কাছে তারা আসতে পারেন নি। মনঃকষ্টে ছিলেন সবাই। আকাশের ছোঁয়া পেতে ইউটিউবে গান শুনতে চেয়েছিলেন অনুরাগীরা।
advertisement
5/6
ছাত্র-ছাত্রীদের অনুরোধে প্রতিদিন একটা করে গত দুবছরে  ৭০০ গান রেকর্ড করেছেন সেই গান কে তাঁর তোলা ছবির সঙ্গে মিলিয়ে কোলাজ করে তা আপলোড করেছেন তাঁর ইউটিউব চ্যানেলে। 
ছাত্র-ছাত্রীদের অনুরোধে প্রতিদিন একটা করে গত দুবছরে  ৭০০ গান রেকর্ড করেছেন সেই গান কে তাঁর তোলা ছবির সঙ্গে মিলিয়ে কোলাজ করে তা আপলোড করেছেন তাঁর ইউটিউব চ্যানেলে। 
advertisement
6/6
শিল্পীর কাছে এই কাজ তাঁর ব্রেনোগ্রাফি। গুরুর কাছ থেকে প্রতিদিন এই গান ও ছবির কোলাজ উপহার পেয়ে অভিভূত ছাত্রছাত্রীরা। আগামিদিনে এমন অনেক উদ্ভাবনী কাজ ও ছবির কাজ করার পরিকল্পনা রয়েছে স্বাগতালক্ষ্মীর।
শিল্পীর কাছে এই কাজ তাঁর ব্রেনোগ্রাফি। গুরুর কাছ থেকে প্রতিদিন এই গান ও ছবির কোলাজ উপহার পেয়ে অভিভূত ছাত্রছাত্রীরা। আগামিদিনে এমন অনেক উদ্ভাবনী কাজ ও ছবির কাজ করার পরিকল্পনা রয়েছে স্বাগতালক্ষ্মীর।
advertisement
advertisement
advertisement