Bengali Serial: পারিবারিক ব্যবসা ছেড়ে পাত্র খুলল ক্যাফে, পরিবেশ প্রেমী পাত্রীর সঙ্গে হবে কী মনের মিল?

Last Updated:
Saheb Bhattacharya- Susmita Dey: টেলিভিশেন নতুন জুটি, সুস্মিতা-সাহেবের৷
1/5
অনেকদিন পর সিরিয়ালে ফিরছেন সাহেব ভট্টাচার্য৷ বড়পর্দা কাজ করার পর আবার তাঁকে দেখা যাবে ছোটপর্দায়৷ তিনি এবার শেফের ভূমিকায়৷ অর্থাৎ রান্নায় হাত পাকাতে দেখা যাবে তাঁকে৷ তাঁর সঙ্গে জুটি বাঁধছেন সুস্মিতা দে৷
অনেকদিন পর সিরিয়ালে ফিরছেন সাহেব ভট্টাচার্য৷ বড়পর্দা কাজ করার পর আবার তাঁকে দেখা যাবে ছোটপর্দায়৷ তিনি এবার শেফের ভূমিকায়৷ অর্থাৎ রান্নায় হাত পাকাতে দেখা যাবে তাঁকে৷ তাঁর সঙ্গে জুটি বাঁধছেন সুস্মিতা দে৷
advertisement
2/5
যদিও এবার সুস্মিতার লুক একেবারে অন্যরকম৷ তাঁর মুখের মধ্যে রয়েছে পড়ুয়ার ছাপ৷ সেভাবেই চশমা উঠেছে চোখে৷ নতুন ধারাবাহিক কথা-য় তিনি গাছ প্রেমী৷ গাছের পরিচর্যা করেই তাঁর সময় কাটে৷ এতে রয়েছে তাঁর আগ্রহ৷ ফলে তাঁর চরিত্রটি যে খুব মাটির কাছাকাছি তা বোঝা যায়৷
যদিও এবার সুস্মিতার লুক একেবারে অন্যরকম৷ তাঁর মুখের মধ্যে রয়েছে পড়ুয়ার ছাপ৷ সেভাবেই চশমা উঠেছে চোখে৷ নতুন ধারাবাহিক কথা-য় তিনি গাছ প্রেমী৷ গাছের পরিচর্যা করেই তাঁর সময় কাটে৷ এতে রয়েছে তাঁর আগ্রহ৷ ফলে তাঁর চরিত্রটি যে খুব মাটির কাছাকাছি তা বোঝা যায়৷
advertisement
3/5
বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় মুখ সুস্মিতা৷ অপরাজিতা অপু ধারাবাহিকের অপুর চরিত্রে তিনি অভিনয় করেছেন৷ সেই ধারাবাহিকটি সকলের পছন্দ হলেও, তারপরের ধারাবাহিকগুলির তেমন পরিচিতি ছিল না৷
বাংলা টেলিভিশনের খুবই জনপ্রিয় মুখ সুস্মিতা৷ অপরাজিতা অপু ধারাবাহিকের অপুর চরিত্রে তিনি অভিনয় করেছেন৷ সেই ধারাবাহিকটি সকলের পছন্দ হলেও, তারপরের ধারাবাহিকগুলির তেমন পরিচিতি ছিল না৷
advertisement
4/5
অন্যদিকে এই ধারাবাহিকে সাহেব ভট্টাচার্যের নাম হয়েছে অগ্নিভ গুহ৷ তিনি শেফ৷ রান্না করতেই ভালবাসেন৷ পারিবারিক ব্যবসা ছেড়ে তিনি খুলেছন তাঁর নিজস্ব ব্যবসা৷ এই দুই চরিত্রের কী মিল হতে পারে? সেই নিয়েই এগোবে গল্প৷
অন্যদিকে এই ধারাবাহিকে সাহেব ভট্টাচার্যের নাম হয়েছে অগ্নিভ গুহ৷ তিনি শেফ৷ রান্না করতেই ভালবাসেন৷ পারিবারিক ব্যবসা ছেড়ে তিনি খুলেছন তাঁর নিজস্ব ব্যবসা৷ এই দুই চরিত্রের কী মিল হতে পারে? সেই নিয়েই এগোবে গল্প৷
advertisement
5/5
একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে আসছে বাংলার জনপ্রিয় বিনোদন চ্যানেলগুলি৷ টিআরপির লড়াইয়ে শুরু হচ্ছে টক্কর৷ এবার তাতে সামিল হচ্ছে কথা৷
একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে আসছে বাংলার জনপ্রিয় বিনোদন চ্যানেলগুলি৷ টিআরপির লড়াইয়ে শুরু হচ্ছে টক্কর৷ এবার তাতে সামিল হচ্ছে কথা৷
advertisement
advertisement
advertisement