Sushmita Sen: 'বাবাই আমার শক্তি"! বাবার জন্মদিনে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন সুস্মিতা সেন

Last Updated:
Sushmita Sen: সদ্যই মুক্তি পেয়েছে 'আরিয়া ২'। তার মাঝেই বাবার জন্মদিন পালন করলেন সুস্মিতা সেন। দেখুন ছবি
1/5
সুস্মিতা সেন। বলিউডের শুধু নয়, গোটা দেশের গর্ব তিনি। মিস ইউনিভার্স থেকে বলিউডে শুধু বাংলাতেও একের পর ভাল ছবি করেছেন তিনি। সুস্মিতা জীবনে যা করেছেন সবটুকুই ভালবেসে করেছেন। আজ তাঁর বাবা সুবীর সেনের জন্মদিন। photo source Instagram
সুস্মিতা সেন। বলিউডের শুধু নয়, গোটা দেশের গর্ব তিনি। মিস ইউনিভার্স থেকে বলিউডে শুধু বাংলাতেও একের পর ভাল ছবি করেছেন তিনি। সুস্মিতা জীবনে যা করেছেন সবটুকুই ভালবেসে করেছেন। আজ তাঁর বাবা সুবীর সেনের জন্মদিন। photo source Instagram
advertisement
2/5
জন্মদিনে সুস্মিতা বাবার ছবি ও একটি নোট লেখেন নিজের ইনস্টাগ্রামে। তিনি লিখেছেন, "শুভ জন্মদিন বাবা। তুমি একজন হৃদয়বান, ভালবাসার মানুষ। আমি ভাগ্যবান যে আমি তোমায় বাবা বলে ডাকতে পারি। এবং আমার মেয়েদের ভাগ্যও ভাল যে ওরা তোমার মতো একজন দাদু পেয়েছে।" photo source Instagram
জন্মদিনে সুস্মিতা বাবার ছবি ও একটি নোট লেখেন নিজের ইনস্টাগ্রামে। তিনি লিখেছেন, "শুভ জন্মদিন বাবা। তুমি একজন হৃদয়বান, ভালবাসার মানুষ। আমি ভাগ্যবান যে আমি তোমায় বাবা বলে ডাকতে পারি। এবং আমার মেয়েদের ভাগ্যও ভাল যে ওরা তোমার মতো একজন দাদু পেয়েছে।" photo source Instagram
advertisement
3/5
তিনি আরও লেখেন, "আমি তোমার সুস্থতা কামনা করি। তোমার নিস্তব্ধ কিন্তু জোড়ালো স্পিরিট আমায় শক্তি দেয়। আমি সারা জীবন এই ভালবাসা নিয়ে চলতে চাই। তুমি সবার সেরা বাবা।"photo source Instagram
তিনি আরও লেখেন, "আমি তোমার সুস্থতা কামনা করি। তোমার নিস্তব্ধ কিন্তু জোড়ালো স্পিরিট আমায় শক্তি দেয়। আমি সারা জীবন এই ভালবাসা নিয়ে চলতে চাই। তুমি সবার সেরা বাবা।"photo source Instagram
advertisement
4/5
এই পোস্টের সঙ্গে সুস্মিতা বেশ কিছু ছবি শেয়ার করেন তাঁর বাবার সঙ্গে। photo source Instagram
এই পোস্টের সঙ্গে সুস্মিতা বেশ কিছু ছবি শেয়ার করেন তাঁর বাবার সঙ্গে। photo source Instagram
advertisement
5/5
সুস্মিতার দুই মেয়েকেও দেখা যায় তাঁর বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে। এই পোস্টে নেটিজেনরা জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়েছেন। photo source Instagram
সুস্মিতার দুই মেয়েকেও দেখা যায় তাঁর বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে। এই পোস্টে নেটিজেনরা জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়েছেন। photo source Instagram
advertisement
advertisement
advertisement