ললিত মোদির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই ট্রোলড হচ্ছেন অভিনেত্রীর তথা প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। বলা হচ্ছে সুস্মিতা নাকি গোল্ড ডিগার। অর্থাৎ ললিতের টাকা পয়সায় আকৃষ্ট হয়ে সম্পর্কে গিয়েছেন সুস্মিতা। সোশ্যালে প্রতিবাদ করেছেন সুস্মিতা। তবে শুধু সুস্মিতা নন। এর আগেও আরও বেশ কয়েরজন অভিনেত্রীকে এই তকমা পেতে হয়েছিল।