Sushmita Sen : টাকার লোভেই প্রেম! সুস্মিতা থেকে রিয়া, এই ৫ অভিনেত্রীকে 'অর্থলোভী' বলে তকমা দিয়েছে নেটিজেন

Last Updated:
Sushmita Sen : ললিত মোদির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই ট্রোলড হচ্ছেন অভিনেত্রীর তথা প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন।
1/5
ললিত মোদির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই ট্রোলড হচ্ছেন অভিনেত্রীর তথা প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। বলা হচ্ছে সুস্মিতা নাকি গোল্ড ডিগার। অর্থাৎ ললিতের টাকা পয়সায় আকৃষ্ট হয়ে সম্পর্কে গিয়েছেন সুস্মিতা। সোশ্যালে প্রতিবাদ করেছেন সুস্মিতা। তবে শুধু সুস্মিতা নন। এর আগেও আরও বেশ কয়েরজন অভিনেত্রীকে এই তকমা পেতে হয়েছিল।
ললিত মোদির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই ট্রোলড হচ্ছেন অভিনেত্রীর তথা প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। বলা হচ্ছে সুস্মিতা নাকি গোল্ড ডিগার। অর্থাৎ ললিতের টাকা পয়সায় আকৃষ্ট হয়ে সম্পর্কে গিয়েছেন সুস্মিতা। সোশ্যালে প্রতিবাদ করেছেন সুস্মিতা। তবে শুধু সুস্মিতা নন। এর আগেও আরও বেশ কয়েরজন অভিনেত্রীকে এই তকমা পেতে হয়েছিল।
advertisement
2/5
বলিউডে নিজের কাজের মাধ্যমেই জায়গা তৈরি করেছেন শিল্পা শেট্টি। কিন্তু ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ের পরেই তাঁকেও শুনতে হয় একই কথা। বলা হয়, অর্থের জন্যই রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন শিল্পা।
বলিউডে নিজের কাজের মাধ্যমেই জায়গা তৈরি করেছেন শিল্পা শেট্টি। কিন্তু ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ের পরেই তাঁকেও শুনতে হয় একই কথা। বলা হয়, অর্থের জন্যই রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন শিল্পা।
advertisement
3/5
তিনি বার বার ট্রোলিং এর শিকার হন। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে তাঁকেও গোল্ড ডিগার তকমা পেতে হয়েছিল। তার পরে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পরে সেই ট্রোলিং বাড়তে থাকে। তবে সেসবে পাত্তা দেন না মালাইকা।
তিনি বার বার ট্রোলিং এর শিকার হন। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে তাঁকেও গোল্ড ডিগার তকমা পেতে হয়েছিল। তার পরে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পরে সেই ট্রোলিং বাড়তে থাকে। তবে সেসবে পাত্তা দেন না মালাইকা।
advertisement
4/5
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বার বার তির্যক মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। দাবি করা হয়, সুশান্তের অর্থের লোভে এবং সুশান্তকে ধরে বলিউডে জায়গা করে নিতেই রিয়া এই সম্পর্কে যান এবং সুশান্তকে ব্যবহার করেন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বার বার তির্যক মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। দাবি করা হয়, সুশান্তের অর্থের লোভে এবং সুশান্তকে ধরে বলিউডে জায়গা করে নিতেই রিয়া এই সম্পর্কে যান এবং সুশান্তকে ব্যবহার করেন।
advertisement
5/5
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও এই তালিকায় আসেন। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরে তাঁকেও এই গোল্ড ডিগার তকমা পেতে হয়েছে।
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও এই তালিকায় আসেন। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরে তাঁকেও এই গোল্ড ডিগার তকমা পেতে হয়েছে।
advertisement
advertisement
advertisement