দু'বছর হয়ে গেল প্রয়াত হয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাই আজ সুশান্তের স্মৃতিতে মজেছেন তাঁর অনুরাগীরা। মন খারাপ সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর। সুশান্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রিয়া নিজেই কিছু অদেখা ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলি দেখে মন ভার হয়েছে নেটিজেনেরও। বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন সুশান্ত ও রিয়া। শেষের দিকে একই ফ্ল্যাটে লিভ ইন সম্পর্কে ছিলেন তাঁরা। এই ছবিতে সুশান্তের গালে রিয়ার স্নেহ চুম্বন। খুনসুটির মুহূর্তে। সবুজ ঘাসে রিয়া ও সুশান্তের অবসর যাপন। এই সমস্ত ছবি কখনওই প্রকাশ্য়ে আসেনি। এবার রিয়া নিজেই পোস্ট করলেন তিনি। এই ছবিটি এর আগেও শেয়ার করেছিলেন রিয়া। সুশান্তের মৃত্যুর পরে বিতর্কে জড়িয়েছিলেন রিয়া চক্রবর্তীও। সুশান্তের মৃত্যুর পরে রিয়ার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ারও অভিযোগ এনেছিল অভিনেতার পরিবার। এমনকি অভিনেতাকে মাদকাসক্ত করার অভিযোগও ছিল। এনসিবি গ্রেফতার করেছিল রিয়াকে। এক মাস জেল হেফাজতে ছিলেন তিনি। রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়।