অনিরুদ্ধ বাঁচার মন্ত্র শিখিয়েছিল, হাতটা শক্ত করে ধরেছিল কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাস রাখতে পারলেন না সুশান্ত..

Last Updated:
কঠিন বাস্তবের আঘাতে সব সংলাপ ভুলে গেলেন অভিনেতা।অসম্পূর্ণ স্বপ্নগুলো নিয়েই অসময়ে হারিয়ে যাবেন তারাদের দেশে!
1/5
অবসাদে ডুবে গিয়ে নয়। অবসাদে ঝুঁকে পড়ে নয়। বাঁচতে হবে লড়াই করে। বড় পর্দায় সুশান্তের জীবনের শেষ ছবি ছিঁছোড়েতে প্রতি পদে বেঁচে থাকার গান। ছবিতে আত্মহত্যার বিরুদ্ধে বারবার কত সংলাপ আউড়েছেন অভিনেতা। কিন্তু বাস্তব বড় কঠিন। কঠিন বাস্তবের আঘাতে সব সংলাপ ভুলে গেলেন অভিনেতা। তিনি এখন অজানা ঠিকানায়।
অবসাদে ডুবে গিয়ে নয়। অবসাদে ঝুঁকে পড়ে নয়। বাঁচতে হবে লড়াই করে। বড় পর্দায় সুশান্তের জীবনের শেষ ছবি ছিঁছোড়েতে প্রতি পদে বেঁচে থাকার গান। ছবিতে আত্মহত্যার বিরুদ্ধে বারবার কত সংলাপ আউড়েছেন অভিনেতা। কিন্তু বাস্তব বড় কঠিন। কঠিন বাস্তবের আঘাতে সব সংলাপ ভুলে গেলেন অভিনেতা। তিনি এখন অজানা ঠিকানায়।
advertisement
2/5
পরীক্ষায় সাফল্য আসেনি। হতাশায় ডুবে যায় রাঘব। ভাবে জীবন যুদ্ধে হেরে গেছে। যেন সব অন্ধকার একসঙ্গে ঘনিয়ে এসেছে। লজ্জায়-ঘেন্নায় নিজেকে শেষ করে দিতে আত্মহত্যার চেষ্টা করে সে। গুরুতর জখম হয়ে বেঁচে গেলেও বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে।
পরীক্ষায় সাফল্য আসেনি। হতাশায় ডুবে যায় রাঘব। ভাবে জীবন যুদ্ধে হেরে গেছে। যেন সব অন্ধকার একসঙ্গে ঘনিয়ে এসেছে। লজ্জায়-ঘেন্নায় নিজেকে শেষ করে দিতে আত্মহত্যার চেষ্টা করে সে। গুরুতর জখম হয়ে বেঁচে গেলেও বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলে।
advertisement
3/5
হাসপাতালের বেডে শুয়ে যখন রাঘব আর বাঁচতে চাইছে না, তখন ছেলেকে জীবনের স্বাদ বোঝাতে যান অনিরুদ্ধ। বোঝান,‘পরীক্ষার ফল কখনও সাফল্য ঠিক করে না, কে কতটা চেষ্টা করেছে তা বোঝায়।
হাসপাতালের বেডে শুয়ে যখন রাঘব আর বাঁচতে চাইছে না, তখন ছেলেকে জীবনের স্বাদ বোঝাতে যান অনিরুদ্ধ। বোঝান,‘পরীক্ষার ফল কখনও সাফল্য ঠিক করে না, কে কতটা চেষ্টা করেছে তা বোঝায়।
advertisement
4/5
ছিঁছোরে ছবিতে অনিরুদ্ধর ভূমিকায় অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত। ছবি যত এগিয়েছে, তত জীবনের শিক্ষা দিয়ে গিয়েছে সে। মনোবল বাড়ানোর শক্তি দিয়েছে।
ছিঁছোরে ছবিতে অনিরুদ্ধর ভূমিকায় অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত। ছবি যত এগিয়েছে, তত জীবনের শিক্ষা দিয়ে গিয়েছে সে। মনোবল বাড়ানোর শক্তি দিয়েছে।
advertisement
5/5
ছবিতে সুশান্ত বুঝিয়েছেন, আত্মহত্যা নয়, বরং কীভাবে জীবনের সকাল, দুপুর, বিকেল, সন্ধে বা রাত প্রতি মুহূর্তে বাঁচা যায়, উপভোগ করা যায়। তখনও কেউ জানত না বড় পর্দায় এখানেই শেষবারের মতো দেখা গেল সুশান্তকে ৷  তখনও কি কেউ জানত, পর্দার বাইরের জীবনে তিনি ছিছোরের বিপরীত গল্প শোনাবেন? যন্ত্রণায় শেষ করে দেবেন নিজেকে? অসম্পূর্ণ স্বপ্নগুলো নিয়েই অসময়ে হারিয়ে যাবেন তারাদের দেশে!
ছবিতে সুশান্ত বুঝিয়েছেন, আত্মহত্যা নয়, বরং কীভাবে জীবনের সকাল, দুপুর, বিকেল, সন্ধে বা রাত প্রতি মুহূর্তে বাঁচা যায়, উপভোগ করা যায়। তখনও কেউ জানত না বড় পর্দায় এখানেই শেষবারের মতো দেখা গেল সুশান্তকে ৷ তখনও কি কেউ জানত, পর্দার বাইরের জীবনে তিনি ছিছোরের বিপরীত গল্প শোনাবেন? যন্ত্রণায় শেষ করে দেবেন নিজেকে? অসম্পূর্ণ স্বপ্নগুলো নিয়েই অসময়ে হারিয়ে যাবেন তারাদের দেশে!
advertisement
advertisement
advertisement