হাঁটু থেঁতলানো- মোড়ানো, দেহ হলুদ... সুশান্তকে খুনই করা হয়েছে, দাবি অ্যাম্বুল্যান্স চালকের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এবার মুখ খুললেন সেই অ্যাম্বুল্যান্স চালক যিনি সুশান্তের মৃতদেহ তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে কুপার হাসপাতালে নিয়ে যান। অক্ষয় ভান্ডগর নামে সেই অ্যাম্বুল্যান্স চালকের দাবি, আত্মহত্যায় মৃত্যু হয়েছে এমন বহু দেহ তিনি দেখেছেন! সেই অভিজ্ঞতা থেকেই তাঁর বদ্ধমূল ধারনা, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে সুশান্তকে
কীভাবে অ্যাম্বুল্যান্স চালক অক্ষয় ভান্ডগর এতটা কনফিডেন্সের সঙ্গে বলছেন আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে সুশান্ত-কে ? কী দেখেছিলেন তিনি অভিনেতার মরদেহে ? ভান্ডগর জানান, প্রথমত, সুশান্ত সিং রাজপুতের গোটা দেহ হলুদ হয়ে গিয়েছিল। তিনি বলেন, সাধারণত কেউ আত্মহত্যা করলে, শরীর হলদে হয় না। যদিও বা হয়, আগাগোড়া দেহ কখনওই হলদে হয় না।
advertisement
দ্বিতীয়ত, অ্যাম্বুল্যান্স চালক অক্ষয় ভান্ডগর জানান, সুশান্তের হাঁটু মোড়া ছিল। তাঁর ভাষায়, '' আত্মরক্ষার জন্য যখন কেউ হাত-পা চালান, লাথি মারার চেষ্টা করেন, তখন তাঁর পা যেভাবে মোড়া থাকে, সেভাবে মোড়া ছিল সুশান্ত সিং রাজপুতের পা।'' তিনি প্রশ্ন তোলেন, '' যে মানুষ সিলিং থেকে ঝুলে আত্মহত্যা করেছেন, তাঁর পা মোড়া থাকবে কেন? কীভাবেই বা তা সম্ভব ?''
advertisement
তৃতীয়ত, অ্যাম্বুল্যান্স চালক অক্ষয় ভান্ডগর জানান, সুশান্তের পায়ের নানা জায়গা থেঁতলে গিয়েছিল। তাঁর প্রশ্ন, '' গলায় ফাঁস লাগিয়ে ঝুললে গোটা শরীরে রক্ত জমাট বাঁধার দাগ থাকে। সুশান্তের ক্ষেত্রে তেমনটা ছিল না। শুধুমাত্র পায়ের নানা স্থানে দগদগে ক্ষত ছিল! এ'টা কীভাবে সম্ভব ? দেখে মনে হচ্ছিল কেউ খুব জোরে পায়ে আগাত করেছে।''
advertisement
advertisement