ডাক পেয়েছেন অনুরাগ কাশ্যপের, নিন্দুকেদের বুড়ো আঙুল দেখিয়ে বর-তিন ছেলে-মেয়ে নিয়ে সানির খুশির সংসার

Last Updated:
আগামী দিনে অর্জুন রামপাল অভিনীত ‘দ্য ব্যাটল অব ভিমা কোরেগাঁও’-এর একটি গানে সানিকে দেখা যাবে। ২০২৩ সালে মুক্তি পাবে সেই ছবি।
1/10
নিশা, অ্যাশ আর নোয়া... তিন ছেলে-মেয়ের সঙ্গে উৎসবের মেজাজে সানি লিওনি
নিশা, অ্যাশ আর নোয়া... তিন ছেলে-মেয়ের সঙ্গে উৎসবের মেজাজে সানি লিওনি
advertisement
2/10
মা-বাবা, তিন ছেলে মেয়ে.... পারফেক্ট ফ্যামিলি পিকচার
মা-বাবা, তিন ছেলে মেয়ে.... পারফেক্ট ফ্যামিলি পিকচার
advertisement
3/10
দুবাইয়ে সপরিবারে ছুটি কাটাচ্ছেন সানি
দুবাইয়ে সপরিবারে ছুটি কাটাচ্ছেন সানি
advertisement
4/10
হ্যালোইন-এ বর, ছেলে-মেয়ে নিয়ে দেদার মজা করছেন সু্ন্দরী
হ্যালোইন-এ বর, ছেলে-মেয়ে নিয়ে দেদার মজা করছেন সু্ন্দরী
advertisement
5/10
বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও বলিউডে পছন্দমতো কাজের সুযোগ পান না বলেই আফসোস ছিল প্রাক্তন পর্ন-তারকা সানির। তবে এ বার সেই সাধ মিটতে চলেছে তাঁর। সানিকে অডিশনে ডেকেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ
বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও বলিউডে পছন্দমতো কাজের সুযোগ পান না বলেই আফসোস ছিল প্রাক্তন পর্ন-তারকা সানির। তবে এ বার সেই সাধ মিটতে চলেছে তাঁর। সানিকে অডিশনে ডেকেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ
advertisement
6/10
সম্প্রতি দু’জনের ওই ছবি ভাগ করে নিয়ে নিজেই সুসংবাদ জানিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ কখনও ভাবিনি অনুরাগের মতো এত বড় মাপের পরিচালক আমায় কাজের সুযোগ দেবেন। এত বছর ভারতে, বলিউডে থাকার পরে অবশেষে আমি ফোন পেলাম অনুরাগের। জিজ্ঞেস করল, আমি ওর ছবির জন্য অডিশন দেব কি না! জীবনে এমন কিছু মুহূর্ত হঠাৎই আসে। এক লহমায় জীবন বদলে যায়। অনুরাগ আমার জন্য যা করল, কখনও ভুলব না। আমায় পথ দেখানোর জন্য ধন্যবাদ। ভালবাসি তোমায়।’
সম্প্রতি দু’জনের ওই ছবি ভাগ করে নিয়ে নিজেই সুসংবাদ জানিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ কখনও ভাবিনি অনুরাগের মতো এত বড় মাপের পরিচালক আমায় কাজের সুযোগ দেবেন। এত বছর ভারতে, বলিউডে থাকার পরে অবশেষে আমি ফোন পেলাম অনুরাগের। জিজ্ঞেস করল, আমি ওর ছবির জন্য অডিশন দেব কি না! জীবনে এমন কিছু মুহূর্ত হঠাৎই আসে। এক লহমায় জীবন বদলে যায়। অনুরাগ আমার জন্য যা করল, কখনও ভুলব না। আমায় পথ দেখানোর জন্য ধন্যবাদ। ভালবাসি তোমায়।’
advertisement
7/10
সানির আসল নাম কর্ণজিৎ কৌর। ২০১২ সালে পূজা ভট্টের থ্রিলার ‘জিসম ২’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি।
সানির আসল নাম কর্ণজিৎ কৌর। ২০১২ সালে পূজা ভট্টের থ্রিলার ‘জিসম ২’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি।
advertisement
8/10
পরে ‘জ্যাকপট’, ‘রাগিণী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ এবং ‘মস্তিজাদে’-র মতো ছবিতে অভিনয় করেন
পরে ‘জ্যাকপট’, ‘রাগিণী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ এবং ‘মস্তিজাদে’-র মতো ছবিতে অভিনয় করেন
advertisement
9/10
সানিকে সম্প্রতি এমএক্স প্লেয়ার ওয়েব সিরিজ ‘অনামিকা’-তে মূল চরিত্রে দেখা গিয়েছে, যা চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে।
সানিকে সম্প্রতি এমএক্স প্লেয়ার ওয়েব সিরিজ ‘অনামিকা’-তে মূল চরিত্রে দেখা গিয়েছে, যা চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে।
advertisement
10/10
আগামী দিনে অর্জুন রামপাল অভিনীত ‘দ্য ব্যাটল অব ভিমা কোরেগাঁও’-এর একটি গানে সানিকে দেখা যাবে। ২০২৩ সালে মুক্তি পাবে সেই ছবি।
আগামী দিনে অর্জুন রামপাল অভিনীত ‘দ্য ব্যাটল অব ভিমা কোরেগাঁও’-এর একটি গানে সানিকে দেখা যাবে। ২০২৩ সালে মুক্তি পাবে সেই ছবি।
advertisement
advertisement
advertisement