Sumona Chakravarti on Kapil Sharma: 'আমার ঠোঁট নিয়ে...'! কপিলকে নিয়ে বিস্ফোরক বঙ্গতনয়া সুমনা, দীর্ঘ দিন পর সব ফাঁস

Last Updated:
Sumona Chakravarti on Kapil Sharma: কপিলের অনুষ্ঠানে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করতেন সুমনা। সেখানে তাঁর চেহারা এবং ঠোঁটের আকৃতি নিয়ে মশকরা করা হত বারবার। নিজেকে নিয়ে এই মজা মোটেই ভাল লাগত না সুমনার।
1/5
কপিল শর্মার সঙ্গে দীর্ঘ দিন কাজ করেছেন। পেশাগত সম্পর্কের বাইরে দু'জনের বন্ধুত্বও দেখার মতো। এ হেন সুমনা চক্রবর্তী সহকর্মী কপিলকে নিয়ে যা বললেন, তা শুনে অবাক অনেকেই।
কপিল শর্মার সঙ্গে দীর্ঘ দিন কাজ করেছেন। পেশাগত সম্পর্কের বাইরে দু'জনের বন্ধুত্বও দেখার মতো। এ হেন সুমনা চক্রবর্তী সহকর্মী কপিলকে নিয়ে যা বললেন, তা শুনে অবাক অনেকেই।
advertisement
2/5
কপিলের অনুষ্ঠানে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করতেন সুমনা। সেখানে তাঁর চেহারা এবং ঠোঁটের আকৃতি নিয়ে মশকরা করা হত বারবার। নিজেকে নিয়ে এই মজা মোটেই ভাল লাগত না সুমনার।
কপিলের অনুষ্ঠানে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করতেন সুমনা। সেখানে তাঁর চেহারা এবং ঠোঁটের আকৃতি নিয়ে মশকরা করা হত বারবার। নিজেকে নিয়ে এই মজা মোটেই ভাল লাগত না সুমনার।
advertisement
3/5
সম্প্রতি এক সাক্ষাৎকারে বঙ্গতনয়া জানান, প্রথম পর্বে তাঁর চেহারা নিয়ে মজা করার চেষ্টা করা হয়েছিল। তবে তা বিশেষ কাজে দেয়নি। তাঁর কথায়, 'একজন মানুষও হাসেননি। তখন আর ওরা এটা নিয়ে মজা করত না। কিন্তু অন্যান্য অনুষ্ঠানে আমার চেহারা নিয়ে মশকরা কাজে লেগেছিল। তখন খুব খারাপ লাগত।"
সম্প্রতি এক সাক্ষাৎকারে বঙ্গতনয়া জানান, প্রথম পর্বে তাঁর চেহারা নিয়ে মজা করার চেষ্টা করা হয়েছিল। তবে তা বিশেষ কাজে দেয়নি। তাঁর কথায়, 'একজন মানুষও হাসেননি। তখন আর ওরা এটা নিয়ে মজা করত না। কিন্তু অন্যান্য অনুষ্ঠানে আমার চেহারা নিয়ে মশকরা কাজে লেগেছিল। তখন খুব খারাপ লাগত।"
advertisement
4/5
সেই সময় সুমনার পাশে ছিলেন অর্চনা পুরান সিং। সুমনার কথা শুনে তাঁকে পরামর্শও দিয়েছিলেন অভিনেত্রী। তবে সুমনা জানান, সবটাই করা হত স্ক্রিপ্টের খাতিরে। ক্যামেরার নেপথ্যে একাধিক বার কপিল তাঁর প্রশংসা করেছেন।
সেই সময় সুমনার পাশে ছিলেন অর্চনা পুরান সিং। সুমনার কথা শুনে তাঁকে পরামর্শও দিয়েছিলেন অভিনেত্রী। তবে সুমনা জানান, সবটাই করা হত স্ক্রিপ্টের খাতিরে। ক্যামেরার নেপথ্যে একাধিক বার কপিল তাঁর প্রশংসা করেছেন।
advertisement
5/5
সুমনার কথায়, কপিল আসলে তাঁকে নিয়ে কখনও মশকরা করেননি। পর্দায় স্বামী-স্ত্রীর চরিত্রে মধ্যে খুনসুটি তুলে ধরার জন্যই ওই ধরনের সংলাপ বলতে হত।
সুমনার কথায়, কপিল আসলে তাঁকে নিয়ে কখনও মশকরা করেননি। পর্দায় স্বামী-স্ত্রীর চরিত্রে মধ্যে খুনসুটি তুলে ধরার জন্যই ওই ধরনের সংলাপ বলতে হত।
advertisement
advertisement
advertisement