Suhana Khan: হাতে মাত্র একটি ছবি! কোটি কোটি খরচ করে কী কিনলেন সুহানা, দাম শুনলে চমকে যাবেন

Last Updated:
Suhana Khan: জীবনের নতুন অধ্যায় শুরু করছেন শাহরুখ-তনয়া সুহানা খান। তারই মধ্যে নতুন করে শিরোনামে বলিউডের এই তারকা-সন্তান।
1/5
বলিউডে হাতেখড়ি হতে চলেছে। জীবনের নতুন অধ্যায় শুরু করছেন শাহরুখ-তনয়া সুহানা খান। তারই মধ্যে নতুন করে শিরোনামে বলিউডের এই তারকা-সন্তান।
বলিউডে হাতেখড়ি হতে চলেছে। জীবনের নতুন অধ্যায় শুরু করছেন শাহরুখ-তনয়া সুহানা খান। তারই মধ্যে নতুন করে শিরোনামে বলিউডের এই তারকা-সন্তান।
advertisement
2/5
জানা গিয়েছে, সম্প্রতি ১২.৯১ কোটি টাকা দিয়ে একটি জমি কিনেছেন শাহরুখ-তনয়া। মূলত ইনভেস্টমেন্টের কারণেই এই জমিটি তিনি কিনেছেন বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, সম্প্রতি ১২.৯১ কোটি টাকা দিয়ে একটি জমি কিনেছেন শাহরুখ-তনয়া। মূলত ইনভেস্টমেন্টের কারণেই এই জমিটি তিনি কিনেছেন বলে মনে করা হচ্ছে।
advertisement
3/5
আলিবাগের একটি গ্রামে জমি কিনেছেন সুহানা। দেড় একরের কৃষিজমিটি রয়েছে ২২১৮ বর্গফুট জুড়ে। স্ট্যাম্প ডিউটি বাবদ ৭৭.৪৬ লাখ টাকা দিয়েছেন শাহরুখ-তনয়া।
আলিবাগের একটি গ্রামে জমি কিনেছেন সুহানা। দেড় একরের কৃষিজমিটি রয়েছে ২২১৮ বর্গফুট জুড়ে। স্ট্যাম্প ডিউটি বাবদ ৭৭.৪৬ লাখ টাকা দিয়েছেন শাহরুখ-তনয়া।
advertisement
4/5
আলিবাগের এই গ্রামেই একটি বিলাসবহুল বাংলো আছে শাহরুখের। হেলিপ্যাড থেকে স্যুইমিং পুল, সবই আছে সেখানে। নিজের ৫২তম জন্মদিন সেই বাংলোতেই পালন করেছিলেন শাহরুখ।
আলিবাগের এই গ্রামেই একটি বিলাসবহুল বাংলো আছে শাহরুখের। হেলিপ্যাড থেকে স্যুইমিং পুল, সবই আছে সেখানে। নিজের ৫২তম জন্মদিন সেই বাংলোতেই পালন করেছিলেন শাহরুখ।
advertisement
5/5
মুক্তি পেতে চলেছে জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিজ'। এই ছবির হাত ধরেই বলিউডে হাতেখড়ি হবে সুহানার। তাঁর সঙ্গেই দেখা যাবে আরও দুই তারকা-সন্তান খুশি কাপুর এবং অগস্ত্য নন্দাকে।
মুক্তি পেতে চলেছে জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিজ'। এই ছবির হাত ধরেই বলিউডে হাতেখড়ি হবে সুহানার। তাঁর সঙ্গেই দেখা যাবে আরও দুই তারকা-সন্তান খুশি কাপুর এবং অগস্ত্য নন্দাকে।
advertisement
advertisement
advertisement