Sudipta Banerjee Wedding: কপালে-নাকে সিঁদুর মাখা ছবি সুদীপ্তার, বিয়ে সেরে মাছের মুড়োয় মন দিলেন নবদম্পতি!

Last Updated:
Sudipta Banerjee Wedding: সোশ্যাল মিডিয়া ভরে উঠছে তারকা বিবাহ অভিযানের ছবি ও ভিডিও। বিয়ে সেরে বরের সঙ্গে ছবি পোস্ট ‘সোহাগজল’ ধারাবাহিকের ‘বেণী বৌদি’র।
1/5
সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় ধুমধাম করে বিয়ে সারলেন তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে। পরনে লাল বেনারসি ও মানানসই সাবেকি সোনার গয়না পরে ঝলমলে কনে।
সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় ধুমধাম করে বিয়ে সারলেন তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে। পরনে লাল বেনারসি ও মানানসই সাবেকি সোনার গয়না পরে ঝলমলে কনে।
advertisement
2/5
বিয়ের মণ্ডপে বর এলেন হুডখোলা লাল গাড়ি করে। মালাবদল হল চারদিকে তুবড়ি জ্বালিয়ে। টেলি তারকার বিয়ের রাত একেবারে জমজমাট!
বিয়ের মণ্ডপে বর এলেন হুডখোলা লাল গাড়ি করে। মালাবদল হল চারদিকে তুবড়ি জ্বালিয়ে। টেলি তারকার বিয়ের রাত একেবারে জমজমাট!
advertisement
3/5
সোশ্যাল মিডিয়া ভরে উঠছে তারকা বিবাহ অভিযানের ছবি ও ভিডিও। বিয়ে সেরে বরের সঙ্গে ছবি পোস্ট ‘সোহাগজল’ ধারাবাহিকের ‘বেণী বৌদি’র।
সোশ্যাল মিডিয়া ভরে উঠছে তারকা বিবাহ অভিযানের ছবি ও ভিডিও। বিয়ে সেরে বরের সঙ্গে ছবি পোস্ট ‘সোহাগজল’ ধারাবাহিকের ‘বেণী বৌদি’র।
advertisement
4/5
সিঁদুরে রাঙানো মাথা, মাথায় শোলার মুকুট, কপালে চন্দন, হাতে শাখা-পলা ও আলতা রাঙানো পায়ে সুদীপ্তা। বিয়ের শেষে বরের সঙ্গে খাওয়া দাওয়া করলেন নায়িকা।
সিঁদুরে রাঙানো মাথা, মাথায় শোলার মুকুট, কপালে চন্দন, হাতে শাখা-পলা ও আলতা রাঙানো পায়ে সুদীপ্তা। বিয়ের শেষে বরের সঙ্গে খাওয়া দাওয়া করলেন নায়িকা।
advertisement
5/5
সায়েন্স সিটির পিছনের গ্রাউন্ডে এলাহি আয়োজন করা হয়েছিল বিয়ের। বউভাত হবে নিকো পার্কে। ঘটা করে বিনোদন এবং রাজনীতির জগতের সমস্ত মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
সায়েন্স সিটির পিছনের গ্রাউন্ডে এলাহি আয়োজন করা হয়েছিল বিয়ের। বউভাত হবে নিকো পার্কে। ঘটা করে বিনোদন এবং রাজনীতির জগতের সমস্ত মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
advertisement
advertisement
advertisement