Shah Rukh Khan-Sudipa Chatterjee: সুদীপার কাছের মানুষের সঙ্গে শাহরুখ খান! আনন্দে আত্মহারা সঞ্চালিকা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Sudipa Chatterjee: ২ নভেম্বর বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন। আর এই বিশেষ দিনেই সুদীপা চট্টোপাধ্যায়ের দিলেন চমক। কিং খানের সঙ্গে তাঁর খুব কাছে মানুষের তোলা ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সঞ্চালিকা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি নিজে শাহরুখ খানকে মুখ ফুটে ছবি তোলার কথা বলে উঠতে পারেনি, দ্বিধাই হয়ে ছিল বাধা। তবে তাঁর ছেলে আকাশ সেই কাজ করতে পারায় খুশি মা সুদীপা। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমাদের বড় ছেলে আকাশ শাহরুখের সঙ্গে। তবে আমি যখন তাঁকে কাছ থেকে দেখেছিলাম এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে, "একটা ছবি তুলতে পারি?" সে কথা আর মুখ ফুটে জিঞগাসা করতে পারিনি, মনেই থেকে গিয়েছিল সুপ্ত ইচ্ছে হিসেবে। কিন্তু আকাশরা হল নতুন প্রজন্ম- তাঁরা যে কোনও কাজ নিয়ে খুবই সিরিয়াস। শুভ জন্মদিন শাহরুখ খান।’
advertisement