দোলে যেভাবে রেঙেছিলেন মা তারা, বিশেষ রূপ শেয়ার করলেন নায়িকা
Bangla Editor
1/ 5
♦ দোলে মেতে ওঠে গোটা দেশ ৷ ব্রজভূমিতে রঙ খেলায় মাতেন জনসাধারণ ৷ শ্রীরাধিকার সঙ্গে নাকি এই তিথিতেই রঙ খেলেছিলেন শ্রীকৃষ্ণ ও গোপিনীরা ৷ ছবি: ফেসবুক ৷
2/ 5
♦ তা বলে কি মায়ে-ছেলেতে রঙ খেলতে নেই ৷ মা তারা তো সকলের মা ৷ ভক্তরা ভক্তিতে আপন করে নেন ৷ যেমনটা সাধক বামাক্ষ্যাপা মন্দিরের দেবীকে নিজের বড় মা করে নিয়েছিলেন ৷ আর মা তারাও নাকি ‘পাগল ছেলে’র প্রবল আকুতি দূরে ঠেলে দিতে পারেনি ৷ ছবি: ফেসবুক ৷
3/ 5
♦ সেই তারা মাকেও রঙিন করে তোলা হয়েছিল দোল পূর্ণিমাতে ৷ মাকে সেই রূপে দেখতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়া ৷ ছবি: ফেসবুক ৷
4/ 5
♦ সেই ছবিটি তিনি নিজের ফেসবুকেরও ওয়ালে পোস্ট করেছিলেন ৷ ছবি: ফেসবুক ৷
5/ 5
♦ এর পাশাপাশি হোলিতে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ক্ষুদেদের সঙ্গে মিশে রঙ খেলেন অভিনেত্রী ৷ ছবি: ফেসবুক ৷
দোলে যেভাবে রেঙেছিলেন মা তারা, বিশেষ রূপ শেয়ার করলেন নায়িকা
♦ তা বলে কি মায়ে-ছেলেতে রঙ খেলতে নেই ৷ মা তারা তো সকলের মা ৷ ভক্তরা ভক্তিতে আপন করে নেন ৷ যেমনটা সাধক বামাক্ষ্যাপা মন্দিরের দেবীকে নিজের বড় মা করে নিয়েছিলেন ৷ আর মা তারাও নাকি ‘পাগল ছেলে’র প্রবল আকুতি দূরে ঠেলে দিতে পারেনি ৷ ছবি: ফেসবুক ৷