নববর্ষের প্রথমদিনে লক্ষ্মীমন্ত সাজে রাজ-ঘরণী শুভশ্রী, দেখুন ছবি
Bangla Editor
1/ 5
♦ বিয়ের পর প্রথম নববর্ষ ৷ এখন তাঁর নয়া ঠিকানা আরবানা ৷ রাজ ঘরণী হয়েছেন গত বছরের মে মাসে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
2/ 5
♦ এখন তিনি রাজ-ঘরণী ৷ নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন পুরোপুরি দায়িত্ব সামলাচ্ছেন সংসারের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
3/ 5
♦ নতুন সংসার ৷ তাঁর মধ্যেই চলছে ছবির কাজ ৷ স্বামীর পরিচালনাতেই এক্কেবারে অন্য অবতারে ‘পরিণীতা’ছবিতে দেখা গিয়েছে শুভশ্রীকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
4/ 5
♦ এর মধ্য চলে এসেছে নয়া বাংলা বছর ৷ আদ্যোপান্ত বাঙালি শুভশ্রীও নিজেকে সাজিয়ে তুলেছেন সেই ধাঁচেই ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
5/ 5
♦ পিঠের উপর একঢাল খোলা টুল ৷ হাতে শাখা-পলা ৷ গা ভর্তি সোনার গয়না ৷ সঙ্গে লালরঙা শাড়িতে এক্কেবার অনন্যা শুভশ্রী ৷ নিজের ইনস্টগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷