ভাবছেন সত্যিই কি শুভশ্রী গর্ভধারিণী? মানে সত্যিই কি মা হতে চলেছেন রাজ চক্রবর্তীর ঘরণী ? তাহলে বলি শিরোনামটা একেবারেই ফিল্মি ৷ আর গোটা কাণ্ডটা একদমই একটি নতুন ছবির নাম ঘিরে ৷
ভাবছেন সত্যিই কি শুভশ্রী গর্ভধারিণী? মানে সত্যিই কি মা হতে চলেছেন রাজ চক্রবর্তীর ঘরণী ? তাহলে বলি শিরোনামটা একেবারেই ফিল্মি ৷ আর গোটা কাণ্ডটা একদমই একটি নতুন ছবির নাম ঘিরে ৷ Photo: Instagram
2/ 6
কাণ্ডটা একটু বিশদে বলা যাক বরং ৷ বিয়ের পর সিনেমায় প্রায় দেখাই যাচ্ছিল না শুভশ্রীকে ৷ তবে নিজেকে অল্প স্বল্প করে তৈরি করছিলেন বাড়িতেই ৷ মেপে নিয়েছিলেন ফিটনেস ফান্ডাও ৷ Photo: Instagram
3/ 6
অবশেষে স্বামী রাজের হাত ধরেই ‘পরিণীতা’ ছবিতে আসতে চলেছেন শুভশ্রী ৷ সামনেই সেই ছবির রিলিজ ৷
4/ 6
ইতিমধ্যেই ‘পরিণীতা’র ট্রেলার দেখে শুভশ্রীর রামব্যাক নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ ৷
5/ 6
‘পরিণীতা’ রিলিজের মুখেই নিজের পরের ছবির মহরৎ সেরে ফেললেন শুভশ্রী ৷ এই ছবিও তৈরি হচ্ছে রাজ চক্রবর্তীর হাতেই ৷ আর সেই ছবির নামই ‘হে গর্ভধারণী’ ৷
6/ 6
তবে বাস্তবে কবে শুভশ্রী মা হবেন, তা জিজ্ঞেস করলেই শুভশ্রীর মুখে শুধুই মিষ্টি হাসি ৷