Subhashree Ganguly Birthday: শুভশ্রীর জন্মদিনে শুভেচ্ছায় ভরালেন জিৎ ! স্ত্রীকে জন্মদিনে চমকে দেওয়ার প্ল্যান রাজের !

Last Updated:
Subhashree Ganguly Birthday: জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভরে যাচ্ছে শুভশ্রীর দিন। স্ত্রীর জন্য কি উপহার দেবেন রাজ? যদিও অভিনেতা জিৎ আগেভাগেই পাঠিয়ে দিলেন সেরা উপহার !
1/5
শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের সব থেকে উজ্জ্বল নক্ষত্র। আজ তাঁর জন্মদিন। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে ভক্তরা আগে থেকেই শুরু করেছেন শুভেচ্ছা জানানো। (Image: Instagram)
শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের সব থেকে উজ্জ্বল নক্ষত্র। আজ তাঁর জন্মদিন। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে ভক্তরা আগে থেকেই শুরু করেছেন শুভেচ্ছা জানানো। (Image: Instagram)
advertisement
2/5
জন্মদিনে শুভশ্রীর কাছে শুভেচ্ছা বার্তা উড়ে এল অভিনেতা জিতের তরফ থেকেও। জিত ফ্লিম ওয়ার্কসের তরফে শুভশ্রীর ছবি পোস্ট করে জানানো হল শুভেচ্ছা। সেখানে লেখা হয়েছে তুমি যে আনন্দ ছড়িয়েছো এতগুলো বছর ধরে সেই সব আনন্দ আজকের দিনে ফিরে আসুক তোমার কাছে। জন্মদিনের অনেক শুভেচ্ছা। (Image: Instagram)
জন্মদিনে শুভশ্রীর কাছে শুভেচ্ছা বার্তা উড়ে এল অভিনেতা জিতের তরফ থেকেও। জিত ফ্লিম ওয়ার্কসের তরফে শুভশ্রীর ছবি পোস্ট করে জানানো হল শুভেচ্ছা। সেখানে লেখা হয়েছে তুমি যে আনন্দ ছড়িয়েছো এতগুলো বছর ধরে সেই সব আনন্দ আজকের দিনে ফিরে আসুক তোমার কাছে। জন্মদিনের অনেক শুভেচ্ছা। (Image: Instagram)
advertisement
3/5
তবে স্ত্রীর জন্য এখনও জন্মদিনের উপহার সারপ্রাইজ রেখেছেন পরিচালক রাজ চক্রবর্তী।(Image: Instagram)(Image: Instagram)
তবে স্ত্রীর জন্য এখনও জন্মদিনের উপহার সারপ্রাইজ রেখেছেন পরিচালক রাজ চক্রবর্তী।(Image: Instagram)(Image: Instagram)
advertisement
4/5
কি উপহার দেবেন রাজ তা সামনে না এলেও, সকালেই স্ত্রীর ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ। (Image: Instagram)
কি উপহার দেবেন রাজ তা সামনে না এলেও, সকালেই স্ত্রীর ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ। (Image: Instagram)
advertisement
5/5
কিছুদিন আগেই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখান কার একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাজ। তবে কি উপহার দেন তিনি, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ। (Image: Instagram)
কিছুদিন আগেই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখান কার একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাজ। তবে কি উপহার দেন তিনি, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ। (Image: Instagram)
advertisement
advertisement
advertisement