Subhashree Ganguly: একমাসের ইয়ালিনিকে রেখে কোথায় গেলেন শুভশ্রী! তাঁর ছবি দেখে তোলপাড় নেটদুনিয়া

Last Updated:
ইউভান ও তাঁর বোনের সব দায়িত্ব শুভশ্রীর কাঁধে। কিন্তু তাঁর মধ্যেই জমিয়ে চলছে বাবলি হয়ে ওঠার প্রস্তুতি। ইয়ালিনিকে বাড়িতে রেখেই বাবলির লুক সেট করতে তিনি হাজির হন।
1/8
শুভশ্রী গঙ্গোপাধ্যায় কোলে এসেছে মেয়ে ইয়ালিনি, একমাস হয়েছে সবে। ইউভান ও তাঁর বোনের সব দায়িত্ব অভিনেত্রীর কাঁধে। কিন্তু তাঁর মধ্যেই জমিয়ে চলছে বাবলি হয়ে ওঠার প্রস্তুতি। ইয়ালিনিকে বাড়িতে রেখেই বাবলির লুক সেট করতে তিনি হাজির হন।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় কোলে এসেছে মেয়ে ইয়ালিনি, একমাস হয়েছে সবে। ইউভান ও তাঁর বোনের সব দায়িত্ব অভিনেত্রীর কাঁধে। কিন্তু তাঁর মধ্যেই জমিয়ে চলছে বাবলি হয়ে ওঠার প্রস্তুতি। ইয়ালিনিকে বাড়িতে রেখেই বাবলির লুক সেট করতে তিনি হাজির হন।
advertisement
2/8
কখন স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে মুভি ডেট তো কখন পাটায়া ভ্রমন। আবার কখন চুল কেটে একেবারে নতুন অবতারে ধরা দিচ্ছেন তিনি।
কখন স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে মুভি ডেট তো কখন পাটায়া ভ্রমন। আবার কখন চুল কেটে একেবারে নতুন অবতারে ধরা দিচ্ছেন তিনি।
advertisement
3/8
মা হবার আগেও তিনি নিজেকে সুস্থ রাখতে কখনও ব্যায়াম, তো কখনও রূপচর্চা সবটাই করেছেন। পাশাপাশি করেছেন শ্যুটিংও।
মা হবার আগেও তিনি নিজেকে সুস্থ রাখতে কখনও ব্যায়াম, তো কখনও রূপচর্চা সবটাই করেছেন। পাশাপাশি করেছেন শ্যুটিংও।
advertisement
4/8
তবে সেই সময় অভিনেত্রীকে সিরিজ বা সিনেমায় সেভাবে দেখা যায়নি। তাই অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে সকলকে অবাক করে বছরের শুরুতেই রাজ সকলকে দিয়েছেন দারুণ খবর।
তবে সেই সময় অভিনেত্রীকে সিরিজ বা সিনেমায় সেভাবে দেখা যায়নি। তাই অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে সকলকে অবাক করে বছরের শুরুতেই রাজ সকলকে দিয়েছেন দারুণ খবর।
advertisement
5/8
বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে আসছে বাবলি’। সেখানেই মূল চরিত্রে দেখা যাবে নায়িকাকে। তাঁর বিপরীতে থাকবেন আবির চট্টোপাধ‍্যায়।
বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে আসছে বাবলি’। সেখানেই মূল চরিত্রে দেখা যাবে নায়িকাকে। তাঁর বিপরীতে থাকবেন আবির চট্টোপাধ‍্যায়।
advertisement
6/8
কিছুদিন আগে স্ক্রিপ্টের ছবি নিজের ইস্ট্রাগ্রাম স্টোরিতে শেয়ার করে ছিলেন নায়িকা। আর এবার ‘বাবলি’র লুক সেট করতে গেলেন শুভশ্রী।
কিছুদিন আগে স্ক্রিপ্টের ছবি নিজের ইস্ট্রাগ্রাম স্টোরিতে শেয়ার করে ছিলেন নায়িকা। আর এবার ‘বাবলি’র লুক সেট করতে গেলেন শুভশ্রী।
advertisement
7/8
খোলা চুলে একদম নো-মেক আপ লুকেই হাজির হয়েছিলেন অভিনেত্রী। পরনে ছিল সাদা কুর্তা। বাবলির লুক সেটের ফাঁকে নিজের ছবি তুলে শেয়ার করে নিলেন তাঁর ইন্সট্রা স্টোরিতে।
খোলা চুলে একদম নো-মেক আপ লুকেই হাজির হয়েছিলেন অভিনেত্রী। পরনে ছিল সাদা কুর্তা। বাবলির লুক সেটের ফাঁকে নিজের ছবি তুলে শেয়ার করে নিলেন তাঁর ইন্সট্রা স্টোরিতে।
advertisement
8/8
সেখানে তিনি মুখের দাগ একদমই লোকানোর চেষ্টা করেনি। পাশাপাশি গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নেমে পাপারাৎজিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন নায়িকা। কেমন আছে একরত্তি ? প্রশ্ন শুনে শুভশ্রী উত্তর দেয়, " ইয়ালিনি ভাল আছে’। পাশাপাশি ইউভানেও যে ভাল আছে তা জানান।
সেখানে তিনি মুখের দাগ একদমই লোকানোর চেষ্টা করেনি। পাশাপাশি গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নেমে পাপারাৎজিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন নায়িকা। কেমন আছে একরত্তি ? প্রশ্ন শুনে শুভশ্রী উত্তর দেয়, " ইয়ালিনি ভাল আছে’। পাশাপাশি ইউভানেও যে ভাল আছে তা জানান।
advertisement
advertisement
advertisement