

শুভশ্রী। টলিউডের জনপ্রিয় নায়িকাদের একজন। সেই সঙ্গে তিনি পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী। এবং ছোট্ট ইউভানের মা। সদ্য মা হয়েছেন তিনি। এখন তাঁর জীবনে শুধুই আনন্দের ছোঁয়া। photo source Instagram


সন্তান জন্মের কয়েক দিন আগেই রাজ চক্রবর্তী হারিয়েছেন তাঁর বাবাকে। মা, বউ ও ছেলেকে নিয়েই এখন রাজের সংসার। photo source Instagram


তবে সন্তান জন্মের পরও অন্য ভালোবাসার কাঙাল শুভশ্রী। তিনি মাঝে মধ্যেই নিজের নানা রকম ছবি পোস্ট করছেন ইনস্টাগ্রামে। কখনও প্রেগনেন্সির পিরিয়ডের ছবি। আবার কখনও ইউভানকে নিয়ে ছবি পোস্ট করছেন। photo source Instagram


তবে শুভশ্রীর জীবনে সন্তান সুখই সব নয়। তাঁর মন ,সাগরের মতো বড়। ভালোবাসায় ভরা। স্বামী, সন্তান ছাড়াও অন্য এক ভালোবাসা সব সময় টানে তাঁকে। photo source Instagram


তা হল পশু প্রেম। শুভশ্রী কুকুর ভীষণ ভালোবাসেন। নিজের পোষা কুকুর হোক বা রাস্তার দেশি কুকুর। গাড়ি থেকে মাঝ রাস্তায় নেমে কুকুরদের খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। যত্নে আদরে ভরিয়ে দেন। তেমনই একটি পুরনো ছবি শেয়ার করে ফের এই পশু প্রেমের কথাই বলেছেন অভিনেত্রী। সব সুখের থেকে বড় তাঁর এই পশুপ্রেম। photo source Instagram