সুভাষ ঘাইয়ের জন্য আমি আর ছবি পাই না! মন্তব্য মহিমার, পাল্টা দিলেন পরিচালকও

Last Updated:
বলিউড পরিচালক সুভাষ ঘাইয়ের নামে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী মহিমা চৌধুরী ৷
1/4
বলিউড পরিচালক সুভাষ ঘাইয়ের নামে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী মহিমা চৌধুরী ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে মহিমা জানান, ‘সুভাষ ঘাইয়ের কারণেই আমার কেরিয়ার নষ্ট হয়েছে ৷ পরদেশ ছবির পর সুভাষ অন্য প্রযোজকদের ফোন করে আমাকে ছবিতে অফার দিতে বারণ করতেন !’
বলিউড পরিচালক সুভাষ ঘাইয়ের নামে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী মহিমা চৌধুরী ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে মহিমা জানান, ‘সুভাষ ঘাইয়ের কারণেই আমার কেরিয়ার নষ্ট হয়েছে ৷ পরদেশ ছবির পর সুভাষ অন্য প্রযোজকদের ফোন করে আমাকে ছবিতে অফার দিতে বারণ করতেন !’
advertisement
2/4
 মহিমা সাক্ষাৎকারে আরও বলেন, ‘এমনকী, আমাকে নিয়ে সুভাষ আদালতও গিয়েছিলেন ৷ নানাভাবে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছিলেন নাকি সুভাষ ৷’
মহিমা সাক্ষাৎকারে আরও বলেন, ‘এমনকী, আমাকে নিয়ে সুভাষ আদালতও গিয়েছিলেন ৷ নানাভাবে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছিলেন নাকি সুভাষ ৷’
advertisement
3/4
মহিমার এই সাক্ষাৎকার পরে প্রতিক্রিয়া দেন সুভাষও ৷ সংবাদমাধ্যমকে পরিচালক জানান, ‘মহিমার এই কথা শুনে খুবই অবাক লাগছে ৷ আমার পরদেশ ছবি থেকেই বলিউডে পা রাখে মহিমা ৷ ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান ৷’
মহিমার এই সাক্ষাৎকার পরে প্রতিক্রিয়া দেন সুভাষও ৷ সংবাদমাধ্যমকে পরিচালক জানান, ‘মহিমার এই কথা শুনে খুবই অবাক লাগছে ৷ আমার পরদেশ ছবি থেকেই বলিউডে পা রাখে মহিমা ৷ ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান ৷’
advertisement
4/4
সুভাষের কথায়, ‘পরদেশের মুক্তি পর একটা ছোট ঘটনা ঘটেছিল ৷ মহিমার কিছু ব্যবহারের কারণে আমি মুক্তা আর্টসের সঙ্গে মহিমার চুক্তি বাতিল করে দিই ৷ তারপর অবশ্য আমার বাড়িতে এসে মহিমা ক্ষমাও চেয়েছিলেন ৷ হয়তো মহিমা সেই বিষয়টিকে এখনও ভুলতে পারেননি !’
সুভাষের কথায়, ‘পরদেশের মুক্তি পর একটা ছোট ঘটনা ঘটেছিল ৷ মহিমার কিছু ব্যবহারের কারণে আমি মুক্তা আর্টসের সঙ্গে মহিমার চুক্তি বাতিল করে দিই ৷ তারপর অবশ্য আমার বাড়িতে এসে মহিমা ক্ষমাও চেয়েছিলেন ৷ হয়তো মহিমা সেই বিষয়টিকে এখনও ভুলতে পারেননি !’
advertisement
advertisement
advertisement