Shraddha Kapoor-Varun Dhawan: পাহাড়ে গিয়ে বরুণনকে প্রেম প্রস্তাব শ্রদ্ধা কাপুরের! বলিউডের গোপন তথ্য ফাঁস, তারপর... যা করলেন বলি নায়ক

Last Updated:
Shraddha Kapoor-Varun Dhawan: ছোট থেকেই ভাল বন্ধু দুই তারকা। তারপর ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার পর ‘এবিসিডি ২’, ‘স্ট্রিট ডান্সার ৩ডি’-তে দুজন একসঙ্গে অভিনয়ও করেছেন। এবার ‘স্ত্রী ২’-তেও পর্দা ভাগ করে নিতে দেখা গেল তাঁদের।
1/6
সারা দেশে রমরমিয়ে ব্যবসা করছে ‘স্ত্রী ২’ ছবিটি। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ফ্র্যাঞ্জাইজির দ্বিতীয় ছবিটিও প্রথম ছবির মতোই জনপ্রিয় হয়েছে।
সারা দেশে রমরমিয়ে ব্যবসা করছে ‘স্ত্রী ২’ ছবিটি। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ফ্র্যাঞ্জাইজির দ্বিতীয় ছবিটিও প্রথম ছবির মতোই জনপ্রিয় হয়েছে।
advertisement
2/6
তাবড় তাবড় তারকা অভিনেতা ছাড়াও আর এক বলি নায়ককে দেখা গিয়েছে এই ছবিতে। তিনি হলেন বরুণ ধওয়ান। ক্যামিও চরিত্রে দেখা যায় তাঁকে। ‘ভেড়িয়া’ ছবিতে তাঁকে যে চরিত্রে দেখা গিয়েছিল, সেই চরিত্রেই এই ছবিতে শ্রদ্ধাকে বাঁচাতে পর্দায় অবতীর্ণ হন বরুণ।
তাবড় তাবড় তারকা অভিনেতা ছাড়াও আর এক বলি নায়ককে দেখা গিয়েছে এই ছবিতে। তিনি হলেন বরুণ ধওয়ান। ক্যামিও চরিত্রে দেখা যায় তাঁকে। ‘ভেড়িয়া’ ছবিতে তাঁকে যে চরিত্রে দেখা গিয়েছিল, সেই চরিত্রেই এই ছবিতে শ্রদ্ধাকে বাঁচাতে পর্দায় অবতীর্ণ হন বরুণ।
advertisement
3/6
আর সেই বিষয়ে কথা বলতে গিয়েই শ্রদ্ধা একটি মজার ঘটনার কথা জানান এক সাক্ষাৎকারে। দুই তারকা সন্তান ছোট থেকেই একে অপরের সঙ্গে পরিচিত। তাঁর ছোটবেলার এক গোপন তথ্য দিলেন বলি নায়িকা নিজেই।
আর সেই বিষয়ে কথা বলতে গিয়েই শ্রদ্ধা একটি মজার ঘটনার কথা জানান এক সাক্ষাৎকারে। দুই তারকা সন্তান ছোট থেকেই একে অপরের সঙ্গে পরিচিত। তাঁর ছোটবেলার এক গোপন তথ্য দিলেন বলি নায়িকা নিজেই।
advertisement
4/6
শ্রদ্ধার কথায়, ‘‘অনেক পুরনো গল্প। অনেকেই জানেন এটা। বরুণ আমার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আমরা আমাদের বাবাদের শ্যুটিংয়ে গিয়েছিলাম। ছোটবেলায় আমার বরুণের উপর ছোটখাটো ক্রাশ ছিল।’’
শ্রদ্ধার কথায়, ‘‘অনেক পুরনো গল্প। অনেকেই জানেন এটা। বরুণ আমার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আমরা আমাদের বাবাদের শ্যুটিংয়ে গিয়েছিলাম। ছোটবেলায় আমার বরুণের উপর ছোটখাটো ক্রাশ ছিল।’’
advertisement
5/6
‘‘খেলতে খেলতে আমরা পাহাড়ের উপর উঠেছি। আমি বরুণকে বলি, ‘আমি একটা কথা বলব বরুণ, কিন্তু উল্টো বলব। তুমি সোজা করে বুঝবে।’ তো আমি বরুণকে বলি, ‘ইউ লাভ আই’। বরুণ উত্তর দেয়, ‘আমার মেয়েদের পছন্দ নয়।’ বলেই দৌড়ে পালিয়ে যায় বরুণ।’’
‘‘খেলতে খেলতে আমরা পাহাড়ের উপর উঠেছি। আমি বরুণকে বলি, ‘আমি একটা কথা বলব বরুণ, কিন্তু উল্টো বলব। তুমি সোজা করে বুঝবে।’ তো আমি বরুণকে বলি, ‘ইউ লাভ আই’। বরুণ উত্তর দেয়, ‘আমার মেয়েদের পছন্দ নয়।’ বলেই দৌড়ে পালিয়ে যায় বরুণ।’’
advertisement
6/6
ছোট থেকেই ভাল বন্ধু দুই তারকা। তারপর ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার পর ‘এবিসিডি ২’, ‘স্ট্রিট ডান্সার ৩ডি’-তে দুজন একসঙ্গে অভিনয়ও করেছেন। এবার ‘স্ত্রী ২’-তেও পর্দা ভাগ করে নিতে দেখা গেল তাঁদের।
ছোট থেকেই ভাল বন্ধু দুই তারকা। তারপর ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার পর ‘এবিসিডি ২’, ‘স্ট্রিট ডান্সার ৩ডি’-তে দুজন একসঙ্গে অভিনয়ও করেছেন। এবার ‘স্ত্রী ২’-তেও পর্দা ভাগ করে নিতে দেখা গেল তাঁদের।
advertisement
advertisement
advertisement