বাড়ি কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে সুখবর ৷ দেশের সবচেয় বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাড়ি কেনার আপনার স্বপ্নকে সত্যি করতে নিয়ে এসেছে একটি আকর্ষণীয় অফার ৷ প্রথমবার বাড়ি কিনছেন যারা তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে হোম লোনের সুদে ২.৬৭ লক্ষ টাকার সাবসিডি দেওয়া হচ্ছে ৷ অথার্ৎ আপনার হোম লোনে যে সুদ হচ্ছে তাতে আপনি ২.৬৭ লক্ষ টাকার ছাড় পেয়ে যাবেন ৷ বর্তমানে এসবিআই হোম লোনের উপর সুদের হার ৮.৭৫ শতাংশ ৷
advertisement
advertisement
৬.৫ শতাংশ ক্রেডিট লিঙ্কড সাবসিডি কেবল ৬ লক্ষ টাকার লোনে মিলবে ৷ যাদের ১২ লক্ষ টাকা বার্ষিক আয় তারা ৯ লক্ষ টাকার লোনে ৪ শতাংশ সুদে সাবসিডির সুবিধা পাবেন ৷ একই ভাবে ১৮ লক্ষ টাকার বার্ষিক আয়ে ১২ লক্ষ টাকা লোনে ৩ শতাংশ সুদে সাবসিডির সুবিধা পাবেন ৷ এর টাকার বাইরে নেওয়া লোন সাধারণ লোন হিসেবে দেখা হবে ৷
advertisement