ইনস্টাগ্রামে রোশনকে আনফলো, রোশনও দিলেন পাল্টা ! শ্রাবন্তীর সংসার ফের বিপাকে
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
গতকাল রাত থেকেই গোটা টলিপাড়া জুড়ে জোর খবর ৷ প্রত্যেক মিডিয়ার নজরই শ্রাবন্তী ও রোশনের সংসারের দিকে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
সদ্য এক বছরে পা দিয়েছে শ্রাবন্তী ও রোশনের বিয়ে৷ বড় করে বিবাহবার্ষিকী করার প্ল্যানও ছিল তাঁদের ৷ তবে করোনার কারণে, তা স্থগিত হয়ে যায় ৷ তবে শ্রাবন্তী ও রোশনের জন্মদিনে একই দিনে হওয়ায় জন্মদিনটা বড় করেই সেলিব্রেট করেন তাঁরা ৷ এমনকী, কিছুদিন আগে রোশনের নতুন জিমের উদ্বোধনেও শ্রাবন্তী হাজির ছিলেন ৷ তাহলে হঠাৎ এমন কী হলো, যার জন্য এরকম আলাদা থাকার সিদ্ধান্ত?