ইনস্টাগ্রামে রোশনকে আনফলো, রোশনও দিলেন পাল্টা ! শ্রাবন্তীর সংসার ফের বিপাকে

Last Updated:
গতকাল রাত থেকেই গোটা টলিপাড়া জুড়ে জোর খবর ৷ প্রত্যেক মিডিয়ার নজরই শ্রাবন্তী ও রোশনের সংসারের দিকে ৷
1/5
 গতকাল রাত থেকেই গোটা টলিপাড়া জুড়ে জোর খবর ৷ প্রত্যেক মিডিয়ার নজরই শ্রাবন্তী ও রোশনের সংসারের দিকে ৷ সবারই চোখে-মুখে কৌতুহল ৷ ফের এমন কী ঘটল, যে তিন নম্বর বিয়েটাও ভাঙার দিকে শ্রাবন্তীর !
গতকাল রাত থেকেই গোটা টলিপাড়া জুড়ে জোর খবর ৷ প্রত্যেক মিডিয়ার নজরই শ্রাবন্তী ও রোশনের সংসারের দিকে ৷ সবারই চোখে-মুখে কৌতুহল ৷ ফের এমন কী ঘটল, যে তিন নম্বর বিয়েটাও ভাঙার দিকে শ্রাবন্তীর !
advertisement
2/5
কাণ্ডটা শুরু, রোশনের এক মন্তব্য থেকেই ৷ রোশনের এক কথাতেই সবার সামনে চলে এল খবরটা ৷ না, হলেও হয়তো পুরো ব্যাপারটা গোপনেই রাখতেন নায়িকা ৷ শুধুমাত্র ইনস্টাগ্রামে আনফলো করেই হয়তো সবাইকে ইঙ্গিত দিয়ে দিতে দু’জনেই ৷
কাণ্ডটা শুরু, রোশনের এক মন্তব্য থেকেই ৷ রোশনের এক কথাতেই সবার সামনে চলে এল খবরটা ৷ না, হলেও হয়তো পুরো ব্যাপারটা গোপনেই রাখতেন নায়িকা ৷ শুধুমাত্র ইনস্টাগ্রামে আনফলো করেই হয়তো সবাইকে ইঙ্গিত দিয়ে দিতে দু’জনেই ৷
advertisement
3/5
তা ঠিক কী বলেছিলেন শ্রাবন্তীর স্বামী রোশন, রোশনের কথা থেকেই সংসার ভাঙার গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ল ৷ রটে গেল ফের সংসার ভাঙছে শ্রাবন্তীর ৷ এই নিয়ে তিনবার শ্রাবন্তীর জীবনে ঝড় ! তা ঠিক কী রটেছে? কীই বা ঘটেছে?
তা ঠিক কী বলেছিলেন শ্রাবন্তীর স্বামী রোশন, রোশনের কথা থেকেই সংসার ভাঙার গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ল ৷ রটে গেল ফের সংসার ভাঙছে শ্রাবন্তীর ৷ এই নিয়ে তিনবার শ্রাবন্তীর জীবনে ঝড় ! তা ঠিক কী রটেছে? কীই বা ঘটেছে?
advertisement
4/5
 শ্রাবন্তীর স্বামী রোশন জানিয়েছেন, ‘দশমীর প্রায় ১০ দিন আগে থেকেই আমি আর শ্রাবন্তী আলাদা থাকছি ৷’ তবে এই আলাদা থাকার কারণ স্পষ্টভাবে জানাননি রোশন ৷ শুধু জানিয়েছেন, গোটা পুজোটাই তাঁর থেকে আলাদা ছিলেন শ্রাবন্তী ৷
শ্রাবন্তীর স্বামী রোশন জানিয়েছেন, ‘দশমীর প্রায় ১০ দিন আগে থেকেই আমি আর শ্রাবন্তী আলাদা থাকছি ৷’ তবে এই আলাদা থাকার কারণ স্পষ্টভাবে জানাননি রোশন ৷ শুধু জানিয়েছেন, গোটা পুজোটাই তাঁর থেকে আলাদা ছিলেন শ্রাবন্তী ৷
advertisement
5/5
সদ্য এক বছরে পা দিয়েছে শ্রাবন্তী ও রোশনের বিয়ে৷ বড় করে বিবাহবার্ষিকী করার প্ল্যানও ছিল তাঁদের ৷ তবে করোনার কারণে, তা স্থগিত হয়ে যায় ৷ তবে শ্রাবন্তী ও রোশনের জন্মদিনে একই দিনে হওয়ায় জন্মদিনটা বড় করেই সেলিব্রেট করেন তাঁরা ৷ এমনকী, কিছুদিন আগে রোশনের নতুন জিমের উদ্বোধনেও শ্রাবন্তী হাজির ছিলেন ৷ তাহলে হঠাৎ এমন কী হলো, যার জন্য এরকম আলাদা থাকার সিদ্ধান্ত?
সদ্য এক বছরে পা দিয়েছে শ্রাবন্তী ও রোশনের বিয়ে৷ বড় করে বিবাহবার্ষিকী করার প্ল্যানও ছিল তাঁদের ৷ তবে করোনার কারণে, তা স্থগিত হয়ে যায় ৷ তবে শ্রাবন্তী ও রোশনের জন্মদিনে একই দিনে হওয়ায় জন্মদিনটা বড় করেই সেলিব্রেট করেন তাঁরা ৷ এমনকী, কিছুদিন আগে রোশনের নতুন জিমের উদ্বোধনেও শ্রাবন্তী হাজির ছিলেন ৷ তাহলে হঠাৎ এমন কী হলো, যার জন্য এরকম আলাদা থাকার সিদ্ধান্ত?
advertisement
advertisement
advertisement