প্রতীক্ষার অবসান! কবে আসতে চলেছে ‘স্কুইড গেম’ সিজন ৩? ফার্স্ট লুক টিজার প্রকাশ করল নেটফ্লিক্স

Last Updated:
এই সিরিজের তৃতীয় এবং ফাইনাল সিজনের জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। অবশেষে নেটফ্লিক্সই অফিসিয়াল ভাবে সেই দিনক্ষণ প্রকাশ্যে নিয়ে এল।
1/9
সারা বিশ্ব জুড়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে নেটফ্লিক্সের সিরিজ ‘স্কুইড গেম’। এই সিরিজের তৃতীয় এবং ফাইনাল সিজনের জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। অবশেষে নেটফ্লিক্সই অফিসিয়াল ভাবে সেই দিনক্ষণ প্রকাশ্যে নিয়ে এল।
সারা বিশ্ব জুড়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে নেটফ্লিক্সের সিরিজ ‘স্কুইড গেম’। এই সিরিজের তৃতীয় এবং ফাইনাল সিজনের জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। অবশেষে নেটফ্লিক্সই অফিসিয়াল ভাবে সেই দিনক্ষণ প্রকাশ্যে নিয়ে এল।
advertisement
2/9
এই সিরিজের সিজন ২ মেরুদণ্ড দিয়ে রীতিমতো হিমশীতল স্রোত নামাবে। ভক্তরা অবশেষে চাক্ষুষ করতে পারবেন, কীভাবে জি-হুন (এই চরিত্রে অভিনয় করেছেন লি জং-জে) এই মর্মান্তিক নৃশংস খেলার প্রতিযোগিতার অবসান ঘটিয়ে প্রতিযোগীদের রক্ষা করছেন।
এই সিরিজের সিজন ২ মেরুদণ্ড দিয়ে রীতিমতো হিমশীতল স্রোত নামাবে। ভক্তরা অবশেষে চাক্ষুষ করতে পারবেন, কীভাবে জি-হুন (এই চরিত্রে অভিনয় করেছেন লি জং-জে) এই মর্মান্তিক নৃশংস খেলার প্রতিযোগিতার অবসান ঘটিয়ে প্রতিযোগীদের রক্ষা করছেন।
advertisement
3/9
 লি-এর সঙ্গে কাস্ট মেম্বার হিসেবে যোগ দিয়েছেন উই হা-জুন এবং লি বিয়াং-হুন। উই-কে দেখা যাবে জুন-হোর ভূমিকায়। অন্যদিকে ফ্রন্ট ম্যান হিসেবে দেখা যাবে লি বিয়াং-হুনকে। তাঁদের সঙ্গে একাধিক নতুন তারকাও যোগ দিয়েছেন।
 লি-এর সঙ্গে কাস্ট মেম্বার হিসেবে যোগ দিয়েছেন উই হা-জুন এবং লি বিয়াং-হুন। উই-কে দেখা যাবে জুন-হোর ভূমিকায়। অন্যদিকে ফ্রন্ট ম্যান হিসেবে দেখা যাবে লি বিয়াং-হুনকে। তাঁদের সঙ্গে একাধিক নতুন তারকাও যোগ দিয়েছেন।
advertisement
4/9
পরিচালক এবং একজিকিউটিভ প্রোডিউসার হিসেবে থাকছেন সিরিজের ক্রিয়েটর হোয়াং ডং-হিউক। আর ইপি হিসেবে থাকছেন কিম জি-ইয়েওন। ‘স্কুইড গেম’-এর সিজন ২ মুক্তি পেয়েছিল গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে। ছিল মোট সাতটি এপিসোড।
পরিচালক এবং একজিকিউটিভ প্রোডিউসার হিসেবে থাকছেন সিরিজের ক্রিয়েটর হোয়াং ডং-হিউক। আর ইপি হিসেবে থাকছেন কিম জি-ইয়েওন। ‘স্কুইড গেম’-এর সিজন ২ মুক্তি পেয়েছিল গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে। ছিল মোট সাতটি এপিসোড।
advertisement
5/9
সিজন ২ আর সিজন ৩ প্রায় পরপর শ্যুট করা হয়েছে। যাতে দর্শকদের আর বেশি অপেক্ষা করতে না হয়। আসলে সিজন ১ এবং সিজন ২-এর মধ্যে ছিল অনেকটাই ব্যবধান। ২০২১ সালে মুক্তি পেয়েছিল সিজন ১। এর প্রায় তিন বছর পর এসেছিল সিজন ২।
সিজন ২ আর সিজন ৩ প্রায় পরপর শ্যুট করা হয়েছে। যাতে দর্শকদের আর বেশি অপেক্ষা করতে না হয়। আসলে সিজন ১ এবং সিজন ২-এর মধ্যে ছিল অনেকটাই ব্যবধান। ২০২১ সালে মুক্তি পেয়েছিল সিজন ১। এর প্রায় তিন বছর পর এসেছিল সিজন ২।
advertisement
6/9
দ্বিতীয় সিজনে দেখা গিয়েছিল যে, প্রথম বার খেলায় জিতে একমাত্র বেঁচে ছিলেন জি-হুন। আর দ্বিতীয় সিজনে খেলার দৌড়ে আবার কামব্যাক করেছেন তিনি। কিন্তু এবার এই মর্মান্তিক খেলার পিছনে থাকা সংগঠনকে ছত্রভঙ্গ করার লক্ষ্য নিয়েই ফিরেছেন তিনি। নতুন প্রতিযোগীদের রক্ষা করার জন্য প্রাণঘাতী চ্যালেঞ্জ নিতেও পিছপা হননি।
দ্বিতীয় সিজনে দেখা গিয়েছিল যে, প্রথম বার খেলায় জিতে একমাত্র বেঁচে ছিলেন জি-হুন। আর দ্বিতীয় সিজনে খেলার দৌড়ে আবার কামব্যাক করেছেন তিনি। কিন্তু এবার এই মর্মান্তিক খেলার পিছনে থাকা সংগঠনকে ছত্রভঙ্গ করার লক্ষ্য নিয়েই ফিরেছেন তিনি। নতুন প্রতিযোগীদের রক্ষা করার জন্য প্রাণঘাতী চ্যালেঞ্জ নিতেও পিছপা হননি।
advertisement
7/9
জানা যাচ্ছে যে, ‘স্কুইড গেম’-এর তৃতীয় এবং ফাইনাল সিজন মুক্তি পাবে চলতি বছরের ২৭ জুন। এই ঘোষণার সঙ্গে এসেছে দুর্ধর্ষ এক ফার্স্ট লুক টিজার। দক্ষিণ কোরিয়ার এই সারভাইভ্যাল থ্রিলার নাটকীয় উপসংহারের মাধ্যমে শেষ হতে চলেছে।
জানা যাচ্ছে যে, ‘স্কুইড গেম’-এর তৃতীয় এবং ফাইনাল সিজন মুক্তি পাবে চলতি বছরের ২৭ জুন। এই ঘোষণার সঙ্গে এসেছে দুর্ধর্ষ এক ফার্স্ট লুক টিজার। দক্ষিণ কোরিয়ার এই সারভাইভ্যাল থ্রিলার নাটকীয় উপসংহারের মাধ্যমে শেষ হতে চলেছে।
advertisement
8/9
ডিসেম্বরে রিলিজের পর থেকে ‘স্কুইড গেম’ সিজন ২ ইতিমধ্যেই ১৭৩ মিলিয়ন ভিউ পার করেছেন। এর ওয়াচ-টাইম ১.২ মিলিয়নেরও বেশি। নেটফ্লিক্সে এটি দ্বিতীয় মোস্ট ওয়াচড নন-ইংলিশ সিরিজের তকমা লাভ করেছে। প্রথম সিজন থেকেই জনপ্রিয়তা লাভ করেছিল এটি।
ডিসেম্বরে রিলিজের পর থেকে ‘স্কুইড গেম’ সিজন ২ ইতিমধ্যেই ১৭৩ মিলিয়ন ভিউ পার করেছেন। এর ওয়াচ-টাইম ১.২ মিলিয়নেরও বেশি। নেটফ্লিক্সে এটি দ্বিতীয় মোস্ট ওয়াচড নন-ইংলিশ সিরিজের তকমা লাভ করেছে। প্রথম সিজন থেকেই জনপ্রিয়তা লাভ করেছিল এটি।
advertisement
9/9
নেটফ্লিক্সের ইতিহাসে মোস্ট-ওয়াচডের তকমা পেয়েছিল। এমনকী কপালে জুটেছিল ১৭ এমি মনোনয়নও। ড্রামায় সেরা অভিনেতা হিসেবে জিতে ইতিহাস রচনা করেছেন লি জং-জে। আবার ড্রামায় বেস্ট গেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন লি ইউ-মি।
নেটফ্লিক্সের ইতিহাসে মোস্ট-ওয়াচডের তকমা পেয়েছিল। এমনকী কপালে জুটেছিল ১৭ এমি মনোনয়নও। ড্রামায় সেরা অভিনেতা হিসেবে জিতে ইতিহাস রচনা করেছেন লি জং-জে। আবার ড্রামায় বেস্ট গেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন লি ইউ-মি।
advertisement
advertisement
advertisement