1/ 5


২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল অর্জুন চক্রবর্তী অভিনীত অভিযাত্রীক। স্ক্রিনিং এর দিন নন্দন চত্ত্বরে হাজির ছিলেন ছবির অভিনেতা ও কলাকুশলীরা।
2/ 5


বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর 'অপরাজিত'-র শেষ অংশটির অবলম্বনে তৈরি 'অভিযাত্রীক'। পরিচালক শুভ্রজিৎ মিত্র নিজের মতো করে ফুটিয়ে তুলেছেন তাঁর অপুকে।
4/ 5


এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী। পিতা- পুত্রের অভিনয়ের রসায়ন কেমন হয় পর্দায়, সেটাই দেখার।