Mahesh Babu: পরকীয়ায় জড়িয়েছিলেন মহেশবাবু! হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী নম্রতা? হঠাত্‍ চর্চায় দক্ষিণী সুপারস্টারের ‘লুকানো প্রেম’, আসল সত‍্যিটা কী?

Last Updated:
Mahesh Babu: দক্ষিণের এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে নাকি গোপণ সম্পর্কে জড়িয়েছিলেন মহেশ। মুম্বইয়ে তাঁরা একসঙ্গে থাকতেনও! এক সাক্ষাত্‍কারে এমনটাই দাবি করেন দক্ষিণের জনপ্রিয় প্রযোজক গীতা কৃষ্ণ।
1/8
দক্ষিণের সুপারস্টার মধ‍্যে প্রথম সারীতেই রয়েছেন মহেশ বাবু। তার ছবি ঘিরে প্রত‍্যাশায় থাকেন লক্ষ লক্ষ ভক্ত। দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে মহেশবাবু বর্তমানে গোটা দেশেই জনপ্রিয়।

দক্ষিণের সুপারস্টার মধ‍্যে প্রথম সারীতেই রয়েছেন মহেশ বাবু। তার ছবি ঘিরে প্রত‍্যাশায় থাকেন লক্ষ লক্ষ ভক্ত। দক্ষিণের গণ্ডি ছাড়িয়ে মহেশবাবু বর্তমানে গোটা দেশেই জনপ্রিয়।
advertisement
2/8
মহেশবাবুর ভক্তদের কাছে তাঁর পরিচয় মূলত ‘ফ‍্যামিলি ম‍্যান’ হিসেবেই। অভিনেত্রী নম্রতা শিরোদকরের সঙ্গে তাঁর সুখী দাম্পত‍্য। এক পুত্র এবং কন‍্যাকে নিয়ে ভরা সংসার। তবে সম্প্রতি মহেশবাবুর পরকীয়ার গুঞ্জনে সরগরম ফিল্মি দুনিয়া। মহেশবাবুর ভক্তদের কাছে তাঁর পরিচয় মূলত ‘ফ‍্যামিলি ম‍্যান’ হিসেবেই। অভিনেত্রী নম্রতা শিরোদকরের সঙ্গে তাঁর সুখী দাম্পত‍্য। এক পুত্র এবং কন‍্যাকে নিয়ে ভরা সংসার। তবে সম্প্রতি মহেশবাবুর পরকীয়ার গুঞ্জনে সরগরম ফিল্মি দুনিয়া।
মহেশবাবুর ভক্তদের কাছে তাঁর পরিচয় মূলত ‘ফ‍্যামিলি ম‍্যান’ হিসেবেই। অভিনেত্রী নম্রতা শিরোদকরের সঙ্গে তাঁর সুখী দাম্পত‍্য। এক পুত্র এবং কন‍্যাকে নিয়ে ভরা সংসার। তবে সম্প্রতি মহেশবাবুর পরকীয়ার গুঞ্জনে সরগরম ফিল্মি দুনিয়া।
advertisement
3/8
দক্ষিণের এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে নাকি গোপণ সম্পর্কে জড়িয়েছিলেন মহেশ। মুম্বইয়ে তাঁরা একসঙ্গে থাকতেনও! সাম্প্রতিক এক সাক্ষাত্‍কারে এমনটাই দাবি করেন দক্ষিণের এক জনপ্রিয় প্রযোজক গীতা কৃষ্ণ।
দক্ষিণের এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে নাকি গোপণ সম্পর্কে জড়িয়েছিলেন মহেশ। মুম্বইয়ে তাঁরা একসঙ্গে থাকতেনও! সাম্প্রতিক এক সাক্ষাত্‍কারে এমনটাই দাবি করেন দক্ষিণের এক জনপ্রিয় প্রযোজক গীতা কৃষ্ণ।
advertisement
4/8
প্রযোজক গীতা কৃষ্ণের দাবি, মহেশবাবুর সঙ্গে অভিনেত্রীর গোপণ প্রেমালাপ নাকি হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী নম্রতা। তবে নম্রতা অত‍্যন্ত দক্ষতার সঙ্গে ঠান্ডা মাথায় পুরো বিষয়ের সমাধান করেন।
প্রযোজক গীতা কৃষ্ণের দাবি, মহেশবাবুর সঙ্গে অভিনেত্রীর গোপণ প্রেমালাপ নাকি হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী নম্রতা। তবে নম্রতা অত‍্যন্ত দক্ষতার সঙ্গে ঠান্ডা মাথায় পুরো বিষয়ের সমাধান করেন।
advertisement
5/8
প্রযোজক গীতা কৃষ্ণের দাবি, এই অভিনেত্রী হলেন তৃষা কৃষ্ণণ। মহেশ এবং তৃষার সম্পর্ক নিয়ে তাই ফের রটেছে গুজব। তবে দুই তারকার এই নিয়ে কখনওই মুখ খোলেননি।
প্রযোজক গীতা কৃষ্ণের দাবি, এই অভিনেত্রী হলেন তৃষা কৃষ্ণণ। মহেশ এবং তৃষার সম্পর্ক নিয়ে তাই ফের রটেছে গুজব। তবে দুই তারকার এই নিয়ে কখনওই মুখ খোলেননি।
advertisement
6/8
যদিও মহেশ এবং নম্রতার সংসারে ভাঙনের কোনও খবর শোনা যায়নি। দুই তারকার প্রেমও ছিল এককথায় ফিল্মি। ‘ভামসি’ ছবির সেটে আলাপ হয় নম্রতা এবং মহেশের। প্রথম ছবি করতেই করতেই প্রেম।
যদিও মহেশ এবং নম্রতার সংসারে ভাঙনের কোনও খবর শোনা যায়নি। দুই তারকার প্রেমও ছিল এককথায় ফিল্মি। ‘ভামসি’ ছবির সেটে আলাপ হয় নম্রতা এবং মহেশের। প্রথম ছবি করতেই করতেই প্রেম।
advertisement
7/8
মহেশের বয়সে ৪ বছরের বড় নম্রতা বিয়ে করতে অনেক বাধা পেরিয়েছেন দু'জনে। তবে বর্তমানে তাঁরা সুখী দম্পতি। যদিও বিয়ের পর আর কোনও ছবিতে অভিনয় করেননি নম্রতা।
মহেশের বয়সে ৪ বছরের বড় নম্রতা বিয়ে করতে অনেক বাধা পেরিয়েছেন দু'জনে। তবে বর্তমানে তাঁরা সুখী দম্পতি। যদিও বিয়ের পর আর কোনও ছবিতে অভিনয় করেননি নম্রতা।
advertisement
8/8
মহেশবাবুর পারিশ্রমিকও আকাশছোঁয়া। সুপারস্টার হিন্দি ছবিকেও হেলায় ফিরিয়ে দিয়েছেন। সূত্রের খবর, বাহুবলী খ‍্যাত এসএস রাজামৌলির আগামী ছবিতে দেখা যাবে মহেশবাবুকে। এই ছবিতে থাকবেন প্রিয়ঙ্কা চোপড়াও।
মহেশবাবুর পারিশ্রমিকও আকাশছোঁয়া। সুপারস্টার হিন্দি ছবিকেও হেলায় ফিরিয়ে দিয়েছেন। সূত্রের খবর, বাহুবলী খ‍্যাত এসএস রাজামৌলির আগামী ছবিতে দেখা যাবে মহেশবাবুকে। এই ছবিতে থাকবেন প্রিয়ঙ্কা চোপড়াও।
advertisement
advertisement
advertisement