যেখানে কল্পনা শেষ হয়, সেখান থেকেই শুরু হয় এই ছবির গল্প! ক্লাইম্যাক্সের সামনে ‘দৃশ্যম’ ও ‘মহারাজ’ও ফিকে!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Kondraal Paavam: তামিল ক্রাইম থ্রিলার। ছবির চিত্রনাট্য ও পরিচালক দয়াল পদ্মনাভন। ইনফ্যাক্ট স্টুডিওর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন প্রতাপ কৃষ্ণা ও মনোজ কুমার। ২০২৩ সালের ১০ মার্চ রিলিজ হয়। অভিনয় করেছেন বরলক্ষ্মী শরৎকুমার, সন্তোষ প্রতাপ, ঈশ্বরী রাও, চার্লি প্রমুখ।
advertisement
advertisement
advertisement
৮০-এর দশকের প্রেক্ষাপটে গল্প সাজিয়েছেন পরিচালক। তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রামে এক গরিব পরিবার বসবাস করেন। বৃদ্ধ দম্পতি করুপ্পুসামি (চার্লি) ও ভাল্লিয়াম্মল (ঈশ্বরী রাও) এবং তাঁদেরঅবিবাহিত মেয়ে মল্লিকা (বরলক্ষ্মী শরৎকুমার)-কে নিয়ে শুরু হয় গল্প। একদিন এক জ্যোতিষীর সঙ্গে আলাপ হয় তাঁদের। সেটাই তাঁদের জীবন বদলে দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement