Sourav Ganguly's Biopic: সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'বায়োপিক'-এ রণবীর নয়, অভিনয় করছেন এই অভিনেতা! শুরু হবে শ্যুটিং!

Last Updated:
Sourav Ganguly's Biopic: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে কে অভিনয় করছেন তা নিয়ে বহু জল্পনা ছিল! সবাইকে পিছনে ফেলে চরিত্র ছিনিয়ে নিলেন বলিউডের এই দাপুটে অভিনেতা! জানুন
1/6
বাংলার সুপারস্টার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়! এই ক্রিকেটারের জীবনে নানা উথাল পাতাল রয়েছে। তাঁর জীবনের গল্প কম আর্কষণীয় নয়! সৌরভের বায়োপিক নিয়ে বহুদিন ধরেই কথা চলছিল! এবার শুরু হতে চলেছে এই ছবির শ্যুটিং। কে অভিনয় করবেন সৌরভের চরিত্রে? photo source collected
বাংলার সুপারস্টার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়! এই ক্রিকেটারের জীবনে নানা উথাল পাতাল রয়েছে। তাঁর জীবনের গল্প কম আর্কষণীয় নয়! সৌরভের বায়োপিক নিয়ে বহুদিন ধরেই কথা চলছিল! এবার শুরু হতে চলেছে এই ছবির শ্যুটিং। কে অভিনয় করবেন সৌরভের চরিত্রে? photo source collected
advertisement
2/6
সৌরভের চরিত্রে কাকে অভিনয় করতে দেখা যাবে তা নিয়ে অনেক জল্পনা ছিল! কেউ কেউ বলছিলেন রণবীর কাপুরকে দেখা যেতে পারে দাদার চরিত্রে! photo source collected
সৌরভের চরিত্রে কাকে অভিনয় করতে দেখা যাবে তা নিয়ে অনেক জল্পনা ছিল! কেউ কেউ বলছিলেন রণবীর কাপুরকে দেখা যেতে পারে দাদার চরিত্রে! photo source collected
advertisement
3/6
তবে নয়, রণবীর কাপুর নয়। দাদার চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানাকে! ইতিমধ্যেই সে বিষয়ে পাকা কথা হয়ে গিয়েছে! photo source collected
তবে নয়, রণবীর কাপুর নয়। দাদার চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানাকে! ইতিমধ্যেই সে বিষয়ে পাকা কথা হয়ে গিয়েছে! photo source collected
advertisement
4/6
এই ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন বিক্রম আদিত্য মোটওয়ানি! এর আগে বিক্রম লুটেরা, উড়ান-এর মতো ছবি পরিচালনা করেছেন। photo source collected
এই ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন বিক্রম আদিত্য মোটওয়ানি! এর আগে বিক্রম লুটেরা, উড়ান-এর মতো ছবি পরিচালনা করেছেন। photo source collected
advertisement
5/6
ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ! সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করার জন্য দীর্ঘ প্রশিক্ষণ দরকার! photo source collected
ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ! সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করার জন্য দীর্ঘ প্রশিক্ষণ দরকার! photo source collected
advertisement
6/6
২০২৪ সালের শেষের দিকে শুরু হবে শ্যুটিং। ইতিমধ্যেই আয়ুষ্মান নিজেকে প্রস্তুত করছেন। দাদার জীবনের উত্থান পতন এবার পর্দায় উঠে আসবে! photo source collected
২০২৪ সালের শেষের দিকে শুরু হবে শ্যুটিং। ইতিমধ্যেই আয়ুষ্মান নিজেকে প্রস্তুত করছেন। দাদার জীবনের উত্থান পতন এবার পর্দায় উঠে আসবে! photo source collected
advertisement
advertisement
advertisement